ভূমিকা
‘মানুষ যে কেবল নিজের মধ্যে আছে তা নয়, সকলে তাকে যা জানে সেই জানার মধ্যেও সে অনেকখানি আছে তাই রবীন্দ্রনাথের কাছে, ‘আপনাকে জানে৷’ এই কথাটা শেষ কথা নয়, ‘আপনাকে জানাও’ এটাও খুব বড় কথা। আর ‘সেই আপনাকে জানাবার চেষ্ট। জগৎ জুড়ে রয়েছে’ বলে তিনি বলতেন ‘নিজের কীর্তি ঘোষণা করার প্রয়োজন হলে সেটা করা কর্তব্য।’
সুদীর্ঘ কাল ধরে সৃজনে-নির্মাণে–নান৷ কর্মের উপলক্ষে–নিজেকে নানাভাবে জানান দিলেও রবীন্দ্রনাথের আসল পরিচয়, তিনি কবি। তিনি কবি প্রকৃতির, না মানুষের, তা এখানে অনালোচ্য; যেমন অনালোচ্য তাঁর রচনায় কবিতা বড় ? – না গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ, না ছবি? তাঁর বিচিত্র সৃষ্টি- কর্মের ত্রিসীমানায় যিনি অবস্থান করতেন তিনি মূলত: কবি, তাই কবিত্বের চাপকে তিনি অস্বীকার করতে পারেননি তাঁর গদ্যরচনায়। তাঁর ছবিকে যখন ‘ছবিতা’ আখ্যা দেয়া হয় তখন সেই অনসূয় পরিহাসটুকু আমাদের কাছে বেমানান মনে হয় না, আমরা উপভোগ করি ৷
অমরতার চিন্তা–তাঁর রচনার চিরস্থায়িত্বের কথা—রবীন্দ্রনাথকে ভাবিয়ে তুললেও তিনি জানতেন, ‘যশের ব্যাপারে তামাদির আইন খাটে না, মহা- কালের বিধি অনুযায়ী ‘যেদিন যশ ধরা পড়বে সেদিন তা বাজেয়াপ্ত হয়ে যাবে’। তাই ছোটে। কবি না বড়ে৷ কবি সে কথা না ভেবে ক্ষণকালের উৎসবে সোৎসাহে তিনি যোগ দিয়েছেন। তিনি বলতেন, ‘বিচিত্রের লীলাকে অন্তরে গ্রহণ করে তাকে লীলায়িত করাই তাঁর কাজ’। মনে কি মাতন থাকলে গদ্যে-পদ্যে, ছন্দে-সুরে, অঙ্কনে-চিত্রণে এত বৈচিত্র্য সম্ভব। পৃথিবী, প্রকৃতি বা মানুষের মাঝে যা একবার তাঁর মনে ধরেছিল তাকে তিনি বারবার স্পর্শ করেছিলেন। ঋতুবদলে যেমন প্রকৃতির ক্লান্তি নাই, পুনরাবৃত্তিতে রবীন্দ্রনাথের তেমনি কোনে৷ সংকোচ ছিল না। তাঁর অহঙ্কার : “আমার পুনঃ পুনঃ স্পর্শ লেগে কোনো জিনিস জীর্ণ হয় না; বরঞ্চ প্রতিবারেই তার উজ্জ্বলতা বেড়ে ওঠে।” তাই একই বিষয়ে তাঁর কত লেখা ! অসাবধান পাঠকের কাছে যা…
রবীন্দ্র-রচনার রবীন্দ্র-ব্যাখ্যা
মুহাম্মদ হাবিবুর রহমান
বাংলা একাডেমী : ঢাকা
প্রথম প্রকাশ : ২৫ বৈশাখ ১৩৯৩
৯ মে ১৯৮৬
মুদ্রণ সংখ্যা : ১২৫০ কপি
পাণ্ডুলিপি : গবেষণা উপবিভাগ
প্রকাশক : শামসুজ্জামান খান
পরিচালক
গবেষণা-সংকলন-ফোকলোর বিভাগ
বাংলা একাডেমী, ঢাকা
মুদ্রণে : ওবায়দুল ইসলাম
ব্যবস্থাপক
বাংলা একাডেমী প্রেস, ঢাকা
প্রচ্ছদ : মোহাম্মদ মোহসীন
মূল্য : পঞ্চাশ টাকা মাত্ৰ ।
RABINDRA-RACANAR RABINDRA-BYAKHYA (Tagore on Tagore) Compiled by Muhammad Habibur Rahman. Published by Bangla Academy, Dhaka, Bangladesh. Ist ed. 1986. Price : Tk. 50.00 anly
Reviews
There are no reviews yet.