ভূমিকা
সা’দত হাসান মান্টোর ‘গাঞ্জে ফেরেস্তে’ উপমহা- দেশের চলচ্চিত্রে ইতিহাসের একটি দলিলগ্রন্থ বিশেষ । ১৯৬৬ সালে এই বইটি ধারাবাহিকভাবে চিত্রালীতে ছাপাবার জন্যে আমরা পাঠকদের কাছ থেকে অসংখ্য চিঠি ও অনুরোধ পাই। অনুজপ্রতিম মোস্তফা হারুন তখন উর্দু অনুবাদে বেশ সুনাম অর্জন করেছেন। তাকে এ ব্যাপারে বলা হলে সানন্দে রাজী হন এবং বইটি সংগ্রহ করে ১৯৬৭ সালের জুন মাস থেকে চিত্রালীতে ধারাবাহিকভাবে দিতে থাকেন।
তখন-কার দিনে চিত্রালীর পাঠকদের জন্যে প্রধান আকর্ষণীয় বিষয় ছিল এই ধারাবাহিক লেখাটি।
সিকি শতাব্দী পূর্বে আমাদের চলচ্চিত্র ও সংস্কৃতির কেন্দ্রভূমি ছিল বোম্বে ৷ বোম্বের নায়ক-নায়িকা ও চলচ্চিত্র কর্মীগণ আমাদের চিত্রদর্শকদের স্মৃতি জুড়ে আছেন এখনো। তাদের সম্পর্কে কিছু শোনার বা পড়ার নেশা আমাদের সহজাত ৷ আজ আমাদের দেশের চলচ্চিত্র শিল্পের পূর্ণ বিকাশ ছবির কোয়ালিটি এবং উৎকর্ষতার ঘটেছে, কিন্তু প্রশ্নে এখনো
আমরা পরোক্ষভাবে এই প্রতিবেশী রাষ্ট্রের দিকে দৃকপাত করি। কারণ, আমাদের চলচ্চিত্র ইতিহাসের যাত্রাশুরু হয়েছে সেখান থেকে ৷ তাই মান্টোর ‘গাঞ্জে ফেরেস্তে’ এই উপমহাদেশ তথা আমাদের চলচ্চিত্র ইতিহাসেরই আদি উপাদান বলে আমি মনে করি। গাঞ্জে ফেরেস্তের রচনারীতিতে অনুপ্রাণিত হয়ে কালক্রমে আমাদের লেখকরাও বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের পাঁচালী লিখবেন বলে আশা পোষণ করি।
এস. এম. পারভেজ, সাপ্তাহিক চিত্রালী, ঢাকা।
গাঞ্জে ফেরেস্তে
{চলচ্চিত্র ইতিহাসের দলিল গ্রন্থ}
২/৩, নয়াপল্টন ঢাকা-1000
সা’দত হাসান মান্টো
অনুবাদ : মোস্তফা হারুন
প্রথম সংস্করণ : ফেব্রুয়ারী ১৯৭৭
প্রকাশ করেছেন : চিত্তরঞ্জন সাহা
মুক্তধারা
[স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ]
৭৪ ফরাশগঞ্জ, ঢাকা–১
প্রচ্ছদ এঁকেছেন : হাশেম খান
ছেপেছেন : প্রভাংশুরঞ্জন সাহা
ঢাকা প্রেস, ৭৪ ফরাশগঞ্জ, ঢাকা-১
বাংলাদেশ
মূল্য : পনর টাকা মাত্ৰ
[স্বঃ] জাহানারা হারুন
Reviews
There are no reviews yet.