সম্পাদকের কথা
রব আর রবুবিয়াতের সাথে মানুষের সম্পর্ক কোথায় ? রব্বানী বিপ্লবের দার্শনিক ভিত্তি কি? হুকুমতে রব্বানিয়ার স্বরূপ কেমন ?
আগত দিনের আলোকে এসব প্রশ্নের জবাব মিলে বাংলা ভাষায় এমন কোন সুনির্দিষ্ট গ্রন্থ নেই । মওলানা আবদুল হামিদ খান ভাসানী কর্তৃক ১৯৭৪ সালের ৮ই এপ্রিল হুকুমতে রব্বানিয়া সমিতি প্রতিষ্ঠিত হবার পর থেকে এহেন গ্রন্থের প্রয়োজনীয়তা তীব্র ভাবে অনুভূত হয়ে আসছে। ‘হুকুমতে রববানিয়া— পূর্বশর্ত’ পস্তিকাটি ৪টি নিবন্ধের সঙ্কলন মাত্র । তবে তা উদ্দেশ্যবিহীন নয়। বক্তব্যের একটি লক্ষ্য রয়েছে। অবশ্য উপরোক্ত প্রশ্নগুলোর জবাব দানের জন্যে সঙ্কলনটি মোটেই যথেষ্ট নয় ।
আজ গোটা বিশ্বে এমন কোন দেশ নেই যেখানে স্রষ্টার পালনবাদের স্থলে মানুষের স্বার্থ-বুদ্ধিসঞ্জাত শাসন-শোষনবাদ কায়েম নেই । এমন কোন জাতি নেই যা আমিত্বসর্বস্ব নফসানিয়া- তের পঙ্কিলে ডুবে নেই। পার্থক্য শুধু আপন আপন ভঙ্গিমায় । ইতিমধ্যে সাম্রাজ্যবাদের সকল কলাকৌশল, ধনতন্ত্রবাদের সকল স্বরূপ এবং নিছক বস্তুবাদে লক্ষ্যকৃত সমাজতন্ত্রবাদের সকল উপস্থা- পনার সাথে মানবজাতি পরিচিত হয়েছে এবং হতাশ হয়েছে। তাই বিশ্বশান্তি আর মানবতার মুক্তির নামে আজো ধোকাবাজি চলেছে। রবুবিয়াতের আদর্শের ছায়াতলে আশ্রয় নেওয়া ছাড়া মানবজাতির উদ্ধার নেই—এই সত্য হিন্দু-মুসলিম-বৌদ্ধ খৃষ্টানের ঘরে ঘরে পৌঁছলে সঙ্কলনটির প্রকাশ সার্থক হবে।
হুকুমতে রব্বানিয়া
পূর্বশর্ত
প্রকাশনায় : হৃকুমতে রব্বানিয়া সমিতি
সম্পাদনায : সৈয়দ ইরফানুল বারী
হুকুমতে রব্বানিয়৷ সমিতি প্রকাশনী সিরিজ-৩
প্রথম প্রকাশ : জুলাই, ১৯৭৪
‘মূল্য—এক টাকা মাত্র
হুকুমতে রব্বানিয়া সমিতির পক্ষে জানে আলম চৌধুরী কর্তৃক প্রকাশিত ও শান্তি প্রেস (সন্তোষ) হইতে মুদ্রিত
Reviews
There are no reviews yet.