বাঙলাদেশ
—কাইফি আজমী
আমি একটা দেশ নই
যে তুমি আমাকে জালিয়ে তছনছ করে দেবে
আমি একটা দেওয়াল নেই
যে আমাকে ভেঙে গুঁড়োগুঁড়ো করবে একটা সীমান্তরেখা,—আমি তা’ও নই
যে তুমি আমাকে মুছে ফেলে দেবে
দুনিয়ার পুরোনো একটা নক্সা
তুমি টেবিলে পেতে রেখেছ এর মধ্যে কিছুই নেই
জটপাকানো কয়েকটা আঁকিবুকি ছাড়া বৃথাই তুমি আমাকে সেখানে খুঁজে মরছো
আমি উদ্বুদ্ধ মানুষের আকাঙ্খা নিপীড়িতদের মরণজয়ী স্বপ্ন
মানুষ যখন মানুষকে শুষে রক্তপান শুরু করে
লুঠতরাজ যখন সমস্ত সীমা ছাড়িয়ে যায় দমন-নির্যাতন যখন ধৈর্যের বাঁধ ভেঙে গড়ায় অদৃশ্য থেকে তখন যেন হঠাৎ আমি বেরিয়ে পড়ি রক্ত-বার। হৃদয়ের ভেতর থেকে আমি জেগে উঠি
এর আগেও হয়তো তুমি আমাকে দেখেছ কখনো পূর্বে, কখনো বা পশ্চিমে
শহরের সড়কে অথবা মেঠো-গাঁয়ে
মানুষজনের মধ্যে কখনো, আবার এমনকি হয়তো বনে জঙ্গলে…
স্বাধীন বাঙলাদেশ কেন ?
মুজিবর রহমান । তাজুদ্দিন আহমদ । মৌলানা ভাসানী । আবদুল গফফর খাঁ । গৌরী আয়ুব দত্ত । অধ্যাপক ম জাফফর আহমেদ
বাঙলাদেশ মুক্তি সংগ্রাম সহায়ক সমিতি কর্তৃক প্রকাশিত
কৃতজ্ঞতা স্বীকার : বাঙলাদেশ কূটনৈতিক মিশন
বাঙলাদেশ মুক্তি সংগ্রাম সহায়ক সমিতির প্রচার উপসমিতির (৪নং, ইণ্ডিয়ান মিরর স্ট্রীট, কলি-১৩ ) পক্ষে শ্রীইন্দু গঙ্গোপাধ্যায় ও অধ্যাপক শ্রীরণজিৎ দাশগুপ্ত কর্তৃক প্রকাশিত এবং নিউ এজ প্রিন্টার্স, ৫৯নং, পটুয়াটোলা লেন, কলিকাতা-৯ কর্তৃক মুদ্রিত।
মূল্য : ত্রিশ পয়সা।
Reviews
There are no reviews yet.