১৯০ বছরের ব্রিটিশ শাসন অবসান হওয়ার পর স্বাধীন ভারত বিভক্ত হলো। সাম্প্রদায়িকতার ভিত্তিতে মুসলিম নেতারা জন্ম দিলেন পাকিস্তান নামক একটি রাষ্ট্রের। এ রাষ্ট্রের দুটি অংশ; পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের দূরত্ব ১২০০ কিলোমিটার। তারপরও এটি একটি রাষ্ট্র। যা পৃথিবীর ইতিহাসে বিরল। পাকিস্তান জন্ম হওয়ার পর থেকে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের প্রতি বিমাতাসুলভ আচরণ করতে থাকে। শুরুতেই তারা প্রগতিবাদী মুক্তচিন্তার রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিজীবীদেরকে নানাভাবে দমন-পীড়ন করতে শুরু করে। কেননা এরাই শাসকগোষ্ঠীর মুখোশ উন্মোচন করতে শুরু করেছিল। এজন্য অনেককে তারা জেলে পুরে রাখে। এদের মধ্যে কমিউনিস্টদের সংখ্যাই ছিল বেশি। জেলখানায়ও এদের উপর চলতো নির্মম-নিষ্ঠুর-নির্যাতন। শুধু তাই নয়, পূর্ব পাকিস্তানের গোটা বাঙালিকে স্তব্ধ করার জন্য মাতৃভাষা বাংলা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করা হয় এবং শাসকগোষ্ঠীর পক্ষ থেকে বলা হয় উর্দুই হবে পূর্ব পাকিস্তানের রাষ্ট্র ভাষা। অর্থনীতির ক্ষেত্রেও পশ্চিমা শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানকে চরমভাবে বঞ্চিত করে। ভাবখানা এমন যে, তুমি আমি ভাই-ভাই কিন্তু রাজনীতি, অর্থনীতি ও সাংস্কৃতিক ক্ষেত্রে সবকিছুই আমার, এখানে তোমার কোন অংশ নাই। ধর্মের নামে এই অপব্যাখ্যা দিয়ে পশ্চিমা শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের বাঙালিদের বেশি দাবিয়ে রাখতে পারেনি।
’৫০ সালের খাপড়াওয়ার্ড, ’৫২ সালের ভাষা আন্দোলন ’৫৪ যুক্তফ্রন্ট, ’৬২ শিক্ষা আন্দোলন, ’৬৬ ছয় দফা, ’৬৯ গণঅভ্যূত্থান, ’৭০ নির্বাচন- এসব গণআন্দোলনের মধ্যদিয়ে পশ্চিমা শাসকগোষ্ঠীকে বুঝিয়া দেওয়া হয়েছিল যে, বাঙালি স্বাধীনতা চায়, বাঙালি পরাধীন হয়ে আর থাকবে না। বাঙালির লড়াকু সংগ্রাম ও বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বের মধ্যদিয়ে স্বাধীনতার সংগ্রাম অগ্রসর হয়। যে কারণে ’৭১-এর ২৫শে মার্চ পশ্চিমা শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের ঘুমন্ত বাঙালিদের উপর ইতিহাসের নির্মম-নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালায়। তারপর অনেক রক্ত, অনেক জীবন দানের মধ্যদিয়ে বাঙালি পাকিস্তান নামক প্রেতটিকে প্রতিহত করে লাল সবুজের পতাকা জন্ম দেয়- যার নাম বাংলাদেশ। এই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পিছনে যে ইতিহাস রয়েছে তার একটা মৌলিক ইতিহাস ‘স্বাধীন বাংলাদেশ’। এই বইটি লিখেছেন সপ্তবহ্নি। এটি খুব সম্ভবত লেখকের ছদ্ম নাম। এই বইটি গুরুত্ব বিবেচনা করে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরার জন্য ‘বিপ্লবীদের কথা প্রকাশনা’ প্রথম মুদ্রণ প্রকাশ করছে।
শেখ রফিক
জানুয়ারি ২০১৫
স্বাধীন বাংলাদেশ
সপ্তবহ্নি
প্রকাশক : বিপ্লবীদের কথা প্রকাশনা
২ কমরেড মণি সিংহ সড়ক, মুক্তি ভবন নিচ তলা
(কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়) পুরানা পল্টন, ঢাকা-১০০০
সেল: ০১৭২৬-১২৩৫৫০
স্বত্ব : বিপ্লবীদের কথা
প্রকাশকাল : একুশে বইমেলা ২০১৫
প্রচ্ছদ : মেহেদী বানু মিতা
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৯১২৫৭-৮-৫
মূল্য : ১৫০ টাকা
ই-বুক মূল্য ৩০ টাকা
Reviews
There are no reviews yet.