জীবনভর শ্রমজীবী মানুষের কথা বলে এসেছি।
তাদের বাঁচার সংগ্রামে অংশ নিয়েছি। আর লড়াই করেছি অধিকার আদায়ের জন্য। হাতুড়ি-পেটা একজন শ্রিিমক হিসেবে শ্রমিক আন্দোলনে অংশগ্রহণের তাগিদ মন থেকেই অনুভব করেছিলাম একদিন।
বৃটিশ শাসনামঔেন আমার শ্রমিক আন্দোলনের হাতেখড়ি। ‘লাল ঝাণ্ডার’ মিছিলে। তারপর থেকে আজ পর্যন্ত কতো সংগ্রাম , কতো আন্দোলন দেখলাম এ-চোখেই! সেসব অভিজ্ঞতার কথা যে একদিন লিখে রাখবো, এ কথা ভাবিনি কখনো। তাই স্মৃতিকথা লিকতে গিয়ে খেই হারিয়ে ফেলেছি মাঝে মাঝেই। পাঠক যদি আমার এই রচনায় ইতিহাসের কালানুক্রম খুঁজতে যান, তা’হলে হতাশ হবেন। এটা নিছক আমার জীবনের টুকরো টুকরো স্মৃতিময় কিচু ঘটনা বর্ণনা করবার অক্ষম প্রায়স মাত্র।
আমার স্মৃতি জুড়ে কেবল আন্দোলন, সংগ্রাম আর কারাগারের অন্ধকারময় জীবনের কথা।
জীবনের রেলগাড়ি
সংগ্রামী স্মৃতিকথা
জসীমউদ্দীন মণ্ডল
অনুলিখন : আবুল কালাম আজাদ
প্রকাশকাল : নভেম্বর ১৯৯২, কার্তিক ১৩৯৯
প্রকাশক : মফিদুল হক, সাহিত্য প্রকাশ, ৫১ পুরানা পল্টন, ঢাকা-১০০০
মূল্য : ষাট টাকা
আইএসবিএন- ৯৮১-১৬৫-০০৩-৮
Reviews
There are no reviews yet.