যেকোন জাতিকেই তার স্বাধীনতার জন্য সর্বাত্মক ত্যাগ স্বীকার করতে হয়। বাংলাদেশের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। ৩০ লক্ষ নাগরিকের আত্মাহুতি, এক কোটি মানুষের স্বদেশত্যাগ, নয় শত ত্রিশ কোটি টাকার সম্পদ ধ্বংস ও অগণিত মুক্তিযোদ্ধার বীরত্ব- পূর্ণ লড়াইয়ের মাধ্যমেই আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। একথা কমবেশি সকলেরই জানা। আমাদের বীরত্বপূর্ণ মুক্তিযুদ্ধ ভারতসহ অন্যান্য দেশের অবদানের কথাও কারো অবিদিত নয় । কিন্তু এক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতা, তার গুরুত্ব ও তাৎপর্য যথোচিতভাবে আলোচিত হয় না ৷ অন্য সকল পক্ষের ভূমিকাকে খাটো না করেও এক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা, তার গুরুত্ব ও তাৎপর্য পৃথকভাবে আলোচনার দাবি রাখে। কারণ আমাদের স্বাধীনতা সংগ্রামকে তার বাঞ্ছিত পরিণতির দিকে অগ্রসর করতে সোভিয়েত ইউনিয়নের অবদান ছিলো আবশ্যিক এবং অপরিহার্য । এক কথায় বলতে গেলে, সোভিয়েত ইউনিয়নের সক্রিয় সাহায্য ও সহযোগিতা ছাড়া এতো স্বল্প সময়ের মধ্যে আমাদের মুক্তি সংগ্রাম তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারতো না। মুক্তিযুদ্ধের নয় মাসের মোড় পরিবর্তনকারী ঘটনাবলীর নিরপেক্ষ পর্যালোচনার মাধ্যমেই এ সত্যতার প্রমাণ পাওয়া যায় ৷
স্বাধীন বাংলাদেশ সংগ্রামের পটভূমি
অনিল মুখার্জি
প্রচ্ছদ : আবদুল মুকতাদির
প্রথম বাংলাদেশীয় সংস্করণ : এপ্রিল ১৯৭২, বৈশাখ ১৩৭১ দ্বিতীয় বাংলাদেশীয় সংস্করণ : ২৫ আগস্ট ১৯৮০, ৮ ভাদ্র ১৩৮৭
মূল্য : সুলভ-নয় টাকা
শোভন-বারো টাকা
প্রকাশক : মফিদুল হক, জাতীয় সাহিত্য প্রকাশনী, ১০ পুরানা পল্টন, ঢাকা-২ মুদ্রক : মানিক লাল শৰ্মা, মনোরম মুদ্রায়ণ, ২৪ শ্রীশদাস লেন, ঢাকা-১
১৯৭১ ‘স্বাধীন বাংলাদেশ সংগ্রামের পটভূমি’ আমাদের সশস্ত্র স্বাধী- নতা সংগ্রাম চলাকালে মুজিবনগর থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘মুক্তিযুদ্ধ’ পত্রিকায় প্রথম প্রবন্ধাকারে প্রকাশিত হয় । সালের নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে তা বের হয় । গ্রন্থাকারে প্রকাশনার প্রস্তুতিও সেই সাথে চলতে থাকে এবং বাংলাদেশের অভ্যুদয়ের অব্যবহিত পর ১৯৭২ সালের জানুয়ারী মাসে কলকাতার মনীষা গ্রন্থালয় থেকে এটি পুস্তকাকারে প্রকাশিত হয়। স্বাধীন বাংলাদেশে গ্রন্থটির প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৯৭২ সালের এপ্রিল মাসে ; প্রকাশক ছিলেন কালিকলম প্রকাশনী । খুব দ্রুতই এই সংস্করণ নিঃশেষ হয়ে যায় ।
দীর্ঘকাল পর এই মূল্যবান গ্রন্থটি আবার পাঠক-পাঠিকাদের হাতে তুলে দিতে পেরে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি।
Reviews
There are no reviews yet.