পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নে বিপুল সংখ্যক ইসলাম ধর্মাবলম্বী মুসলিম জনগণের বাস। আজ ষাট বছরেরও অধিককাল যাবৎ সোভিয়েত প্রাচ্যের প্রজাতন্ত্রসমূহের বিভিন্ন ভাষাভাষী মুসলিম অধিবাসীগণ অন্যান্য স্বদেশবাসীর সঙ্গে অটুট ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে এবং সমাজতন্ত্রের সৃজনশীল কর্মকাণ্ডে নিরলস নিয়োজিত থেকে কিভাবে নিজেদের অভূতপূর্ব বৈষয়িক উন্নতি সাধন এবং জাতিগত, সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের স্বকীয়তাকে সজীব রেখেছে, তা জানার আগ্রহ সবারই।
এই উপমহাদেশের জনগণের সাম্রাজ্যবাদ-উপনিবেশবাদ বিরোধী জাতীয় স্বাধীনতার গৌরবময় সংগ্রামের শুরু থেকেই সোভিয়েত ইউনিয়ন আমাদের পাশে থেকেছে। বিশেষ করে, বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামের প্রতি সোভিয়েত জনগণের নীতিনিষ্ঠ আন্তরিক সমর্থন ও সক্রিয় সাহায্য এই দুই দেশের পারস্পরিক মৈত্রী ও ভ্রাতৃত্বের সম্পর্ককে করে তুলেছে ইস্পাতের মত মজবুত। সমাজতান্ত্রিক আর্থ- সামাজিক ব্যবস্থায় সমগ্র সোভিয়েতবাসী— বিশেষতঃ তথাকার মুসলমান জনগোষ্ঠীর বর্তমান জীবন যাত্রা, আচার প্রণালী, জাতি- গত, সাংস্কৃতিক ও ধর্মীয় বৈশিষ্ট্যসমূহ এবং ধর্ম-সংক্রান্ত সংগঠন- গুলির কর্মতৎপরতা সম্পর্কে বাংলাদেশের জনগণের সাগ্রহ কৌতূহল ও তাই দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সোভিয়েত ইউনিয়নে মুসলমান
(তথ্য বিবরণী)
আলী আকসাদ
প্রকাশকাল : ২০ নভেম্বর ১৯৭৯, ৩ অগ্রহায়ণ ১৩৮৬
প্রচ্ছদ : আবদুল মুকতাদির
প্রকাশক : মোহাম্মদ ফরহাদ
প্রাচ্য প্রকাশনী
৬৭/৩, কাকরাইল, ঢাকা – ২
মুদ্রণে : মনোরম মুদ্রায়ণ
২৪ শ্রীশদাস লেন, ঢাকা-১
দাম : চার টাকা
Reviews
There are no reviews yet.