কার্ল মার্কস যখন জন্মগ্রহণ করেন পিতা হার্শেল লেভি (Herschel Levi) ছিলেন ধর্মে ইহুদী। কার্লের ছ’বছর বয়সে হার্শেল লেভি সপরি- বারে স্বধর্ম ত্যাগ করে খৃষ্ট ধর্মে দীক্ষা নিলেন॥ ইহুদী সমাজে গোঁড়ামি ও সংকীর্ণতাই লেভিকে ধর্মত্যাগে প্ররোচিত করেছিল। এমনকি তিনি হার্শেল লেভি নামটিও পরিবর্তন করে নিজের নতুন নামকরণ করলেন – হাইনরিখ মার্কস। ‘মার্কস লেভি’ ছিল তাঁর পিতার নাম। পিতা ইহুদী শাস্ত্রে সুপণ্ডিত ও সমাজের মান্যগণ্য ব্যক্তি ছিলেন। পিতার নামের প্রথমাংশটি হার্শেল নিজের নতুন নামকরণে পদবী হিসেবে জুড়ে নিলেন।
কার্ল মার্কসের পিতাই কেবল ব্যতিক্রম নন। নানা সামাজিক সংকীর্ণতা থেকে মুক্তি পাবার জন্যে খৃষ্টীয় সমাজের আশ্রয় নেওয়া সে যুগে ইহুদীদের মুক্তির উপায় বলে স্বীকৃত ছিল। এমনকি যে ইহুদী কবি হাইনে একদা এই ধর্ম পরিবর্তনের প্রচণ্ড বিরোধী ছিলেন, তাঁকেও শেষ পর্যন্ত সামাজিক সংকীর্ণতা থেকে মুক্তির উপায় হিসেবে খৃষ্ট ধর্মের পক্ষপুটে আসতে হয়। হাইনে ধর্মান্তরিত হন হাইনরিখের পরের বছরই।
ইহুদী ধর্ম ও সমাজ পরিত্যাগ করে জার্মান জাতীয়তাবাদ মনে প্রাণে গ্রহণ করার সুযোগ নিয়ে হাইনরিখ মার্কস নিজের পারিবারিক জীবনে যে পরিবর্তনের সূচনা করলেন তার সম্পূর্ণ ফলভোগ করেছিলেন তাঁর জ্যেষ্ঠ পুত্র কার্ল মার্কস। পুরো নাম- কার্ল হাইনরিখ মার্কস ।
কার্ল মার্কস
মুরারি ঘোষ
প্রকাশনা : এম, আবদুল হক
প্রকাশ ভবন
৫, বাংলা বাজার, ঢাকা-১
মুদ্রণ : মোহাম্মদ হাসান ভূঁইয়া
মহসীন প্রেস
২০/১, শেখ সাহেব বাজার, ঢাকা
প্রথম প্রকাশ : বৈশাখ, ১৩৮১
দাম : নয় টাকা
Reviews
There are no reviews yet.