বায়ান্ন সালের ভাষা আন্দোলন শঙ্খ, এদেশের রাজনীতির ক্ষেত্রে নয়, শিল্প সংস্কৃতির ক্ষেত্রেও নতুন চেতনাপ্রবাহ সৃষ্টি করেছিলো। এই চেতনা ছিলো অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক মূল্যবোধসঞ্জাত। আমাদের শিল্প সাহিত্যে যাঁরা এই চেতনার ফসল, তাঁদের ভেতর জহির রায়হানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ ভাষা আন্দোলনে তিনি শুধু যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তা নয়, তাঁর সাহিত্য প্রেরণার মূল উৎস ছিলো এই আন্দোলন। ভাষা আন্দোলনের উপর প্রথম সার্থক উপন্যাস– ‘আরেক ফাল্গুনে’-সহ অজস্র ছোটগল্প ও নিবন্ধ লিখেছেন তিনি। এইসব লেখা এবং তাঁর রাজনৈতিক অঙ্গীকার থেকে এটাই প্রতীয়মান হয় যে, ভাষা আন্দোলনের আবেগ, অনুভূতি তাঁকে প্রচন্ডভাবে আপ্লুত করে রেখেছিলো।
লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভের পর জহির রায়হান চলচ্চিত্রের সঙ্গে নিজেকে যুক্ত করেন পঞ্চাশ দশকের শেষে। এই শিল্প মাধ্যমটির প্রতি তাঁর যোগাযোগ অবশ্য আরো আগের।
একুশে ফেব্রুয়ারী
জহির রায়হান
ভূমিকা: শাহরিয়ার কবির
ডানা প্রকাশনী
প্রথম প্রকাশ : ফাল্গুন ১৩৯২ ফেব্রুয়ারী ১৯৮৬
প্রকাশক : কাজী মুকুল
ডানা প্রকাশনী
গ-১৬ মহাখালী, ঢাকা-১২
পরিবেশক : ডানা পাবলিশার্স
৩৬ বাংলাবাজার, (দোতালা), ঢাকা-১
মুদ্রণে : ডানা প্রিন্টার্স’
গ-১৬ মহাখালী, ঢাকা- ১২
দুরালাপনী : ৬০২০১৯
প্রচ্ছদ : কাজী হাসান হাবিব
অঙ্গসজ্জা : হাশেম খান
দাম : কুড়ি টাকা
Reviews
There are no reviews yet.