সক্রিয় ভাষা আন্দোলনের আরও ১৯৪৮ সালের মার্চ মাসে। সেই প্রথম ছাত্র-সম্প্রদায় অন্যতম (বলা উচিত অন্যতর) রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে অবতরণ করেছিলেন। কিন্তু এই আরম্ভেরও আরেকটি আরম্ভ ছিল, সেটি করে- ছিলেন লেখক-সম্প্রদায়। তাঁরাই রাষ্ট্রভাষার তত্ত্বগত দিকটি নিয়ে প্রথমে আলোচনা করেছিলেন। কেউ একক রাষ্ট্রভাষা হিসাবে, কেউ অন্যতর রাষ্ট্রভাষা হিসাবে বাংলার দাবি উত্থাপন করেছিলেন। এ আলোচনা আরম্ভ ১৯৪৭ সালের জুন মাসে, কেননা তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল যে শাসকদল মুসলিম লীগের উদ্দেশ্য উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করা। মুসলিম লীগের তখন অপ্রতিহত প্রভাব। শুধু তাই নয়, পূর্ব- পাকিস্তানের (সীমারেখা তখনও নির্ধারিত হয় নি) শিক্ষিত- সম্প্রদায়—রাজনীতিক এবং বুদ্ধিজীবী, ছাত্র এবং অছাত্র— সমগ্রভাবে না হলেও অধিকাংশই একমাত্র উর্দু রাষ্ট্রভাষার সমর্থক ছিলেন, অথবা উর্দু ছাড়া আর কোন রাষ্ট্রভাষার কথা চিন্তা করেন নি। সেই সময়ে এদেশের লেখক-সম্প্রদায় রাষ্ট্র- ভাষা হিসাবে বাংলার দাবিও উত্থাপন করেছিলেন। এ নিয়ে অনেক দিন যাবৎ তাঁরা লিখেছিলেন, তারই ফলে ভাষা আন্দোলনের মানসিক প্রস্তুতি সম্ভব হয়েছিল।…
ভাষা-আন্দোলনের আদিপর্ব
আবদুল হক
প্রকাশ করেছেন : চিত্তরঞ্জন সাহা
মুক্তধারা
[স্বঃ পুথিঘর লিঃ]
৭৪ ফরাশগঞ্জ, ঢাকা-১
বাংলাদেশ
প্রচ্ছদ এঁকেছেন : আবুল বারক আলভী
ছেপেছেন : প্রভাংশুরঞ্জন সাহা
ঢাকা প্রেস
৭৪ ফরাশগঞ্জ, ঢাকা-১
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ১৯৭৬
দ্বিতীয় প্রকাশ : এপ্রিল ১৯৮৪
মূল্য : সাদা : তের টাকা
নিউজপ্রিন্ট : নয় টাকা
Reviews
There are no reviews yet.