বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের রাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিও গঠিত হয়েছে। আমরা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদের ভিত্তিতে আমাদের স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রকে গড়ে’ তলবার সুযোগ পেয়েছি। ১৬ই ডিসেম্বর আমাদের দেশ শত, কবল মত্ত হলো, আমরা একটি বিশেষ মূহূর্তেকে আবিষ্কার করেছি, যে মুহূর্তে আমরা পুরোনো বন্ধনদশা থেকে নতুন সূর্যোদয়ে উপস্হিত হয়েছি, যখন একটি যগে শেষ হচ্ছে এবং বহুদিন পর্যন্ত রম্বেবাক একটি জাতির আত্মা আপন কন্ঠবর থাকে পেয়েছে। আজকের দিনে আমরা দুর্ভোগ্যের সময়সীমা অতিক্রম করে নিজেকে আবিষ্কার করবো। আজকের উৎসব নতুন পদক্ষেপের উৎসব, নতুন সুযোগের উন্মোচনের উৎসব এবং অপেক্ষমাণ ভবিষ্যতের জয়ের উৎসব।
ডিসেম্বর ১৬, ১৯৭২
সৈয়দ আলী আহসান
বাংলাদেশ
প্রথম বিজয় দিবস বার্ষিকী উপলক্ষে স্মারক গ্রন্থ
প্রকাশকাল : ১৬ই ডিসেম্বর ১৯৭২
প্রকাশক : তথ্য ও বেতার মন্ত্রণাল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মুদ্রণে : পদ্মা প্রিন্টার্স
মূল্য : উল্লেখ নাই
Reviews
There are no reviews yet.