গ্রন্থটির প্রথম মুদ্রণের ভূমিকায় আমি বলেছিলাম, “আজ যেটুকু প্রকাশ পাচ্ছে তাকে একটি বিরাট কাজের অংশ বিশেষের খসড়া বলা চলে মাত্র।”
সত্যিকার অর্থে এ কথাটুকু যে কতখানি সত্য তা দ্বিতীয় সংস্করণের পাঠক মাত্রই বুঝতে পারবেন। প্রকৃতপক্ষে এদেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ছাত্র সমাজের যে বিরাট এবং ব্যাপক ভূমিকা তার পুস্খানুপুস্থ ইতিহাস লিপিবদ্ধ করা মানেই ‘মহাভারতকে’ ছাড়িয়ে যাওয়া। এই বিষয়ের ওপর এত বেশী কাজ করার আছে যে প্রায় প্রতিদিনই কিছু না কিছু তথ্য আমার সংগ্রহে আসছে। আমার ইচ্ছা আছে, আজীবন এই কাজটি চালিয়ে যাওয়া। ফলে প্রত্যেক বারই বইয়ের কলেবর বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক। যেমনটি হয়েছে এবারও। প্রথম প্রকাশ থেকে এবার বই দ্বিগুণ আকার ধারণ করেছে।
তবে বই প্রকাশের ব্যাপারে আমাকে দারুণভাবে এবার আকৃষ্ট করেছে এর কাটতির দিকটি। এতো দ্রুত প্রথম মুদ্রণের বইগুলি শেষ হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি। ফলে পাঠকের চাহিদার জন্য আমাকে দ্রুত দ্বিতীয় সংস্করণের কাজে হাত দিতে হয় এবং স্বল্প সময়ের জন্য আরে৷ অধিক তথ্য (যা ছাপার পূর্ব মুহূর্তেও আমার হাতে ছিল) সংযোজন করে আগ্রহী সচেতন পাঠকের কৌতূহলকে আরো উস্কে দেওয়া আমার পক্ষে সম্ভব হয় নি।
এই একই সময় আমি দ্বিতীয় খণ্ড লেখার ব্যাপারেও হাত দেই এবং শেষ পর্যন্ত দুটো খণ্ডই তাড়াতাড়ি প্রকাশের জন্য প্রকাশকের কাছে যায়। কিন্তু দুর্ভাগ্যবশতঃই এক বছরেরও বেশী সময় তা প্রেসে পড়ে থাকে।
তবু তৃপ্তি পাচ্ছি শেষ পর্যন্ত তা প্রকাশিত হওয়ার সংবাদ পেয়ে এবং এই জন্য প্রধান কৃতিত্বের দাবীদার শ্রী বিমল সরকার তবে এর সবই ঘটেছে জনাৰ মফিদুল হকের উদ্যোগে।
আমার তিন অনুজা নাসিমা ইসলাম, শাহীমা আখতার এবং আঁখি প্রতিরাত জেগে ছাপার ভুল (প্রুফ) সংশোধন করতে সাহায্য করেছে।
অধ্যক্ষ হালিমদাদ খান তাঁর প্রচণ্ড ব্যস্ততার মাঝেও নির্ঘণ্ট তৈরী করে দিয়েছেন এবং কতিপয় সংযোজনীতেও সহায়তা করেছেন।
বাংলা একাডেমী প্রকাশিত ভাষা আন্দোলনের দলিল থেকে এলিস কমিশন প্রতিবেদন অনুবাদ করে দিয়েছেন নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিষ্ট্রেট কামাল উদ্দিন আহমেদ বেলাল, দিলওয়ার বখত, এনামুল হক, কমল কান্তি বৈদ্য।
প্রিয় দুইজন ইলিয়াস মল্লিক এবং আলী আকবর টাবী দেখা হলেই বই প্রকাশের ব্যাপারে তাগিদ দিয়েছেন৷
অগ্রজ এস, এম, আবদুল মান্নান এই বই প্রকাশের সর্বশেষ বাধা দূর করেছেন। কোয়ালিটা প্রিন্টার্সের মালিক ডাঃ আবদুল খালেক ও ইমরান খালেকের কথা এই একই কারণে স্মর্তব্য।
আমি এদের সকলের কাছেই ঋণী।
২৪/ এম, আজিমপুর এস্টেট, ঢাকা-৫
মোহাম্মদ হাননান
৩০ নভেম্বর ‘৮৬
বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস
(প্রথম খণ্ড)
১৮৩০–১৯৫২
মোহাম্মদ হাননান
প্ৰথম প্ৰকাশ : ৩২ শ্রাবণ ১৩৯১
১৭ আগস্ট ১৯৮৪
প্ৰকাশক : বিমল সরকার
গ্ৰন্থ লোক
৫১. পুরানা পল্টন, ঢাকা
পরিবেশক : জাতীয় সাহিত্য প্রকাশনী
মুদ্রণ : কোয়ালিটা প্রিন্টার্স
২৭/১৬ মনিপুরী পাড়া, ঢাকা
প্রচ্ছদ মুদ্রণ : মণি প্রিন্টার্স
আজিমপুর
প্রচ্ছদ শিল্পী :কাজী হাসান হাবীব
প্রচ্ছদ আলোকচিত্র : মোহাম্মদ আলম (দৈনিক ইত্তেফাক)
সুলভ : ৩৫ টাকা
শোভন : ৫০ টাকা
History of Student Movement in Bangladash Ist part (1830-1952), by Mohammed Hannan.
Reviews
There are no reviews yet.