শুরুর আগে
বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস (দ্বিতীয় খণ্ড) প্রকাশের সঙ্গে সঙ্গে আমরা ছাত্র-ইতিহাসের এক বিশেষ কালপঞ্জিতে চলে এসেছি । এ ব্যাপারে আমার পূর্ব পরিকল্পনার বেশ খানিকটা রদ-বদল করা হয়েছে, যে পরিকল্পনাটির বিস্তারিত প্রথম খণ্ডের ভূমিকায় বিবৃত হয়েছে। বর্তমানে আমি দ্বিতীয় খণ্ডের পরিধিকে ঊনসত্তর সাল পর্যন্তই সীমিত রেখেছি। কারণ আমার ধারণায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধ পরবর্তীতে এদেশের ছাত্র আন্দোলনের এক ভিন্ন গতিধারা, ভিন্ন প্রেক্ষিত ও মূল্যবোধে অনুপ্রাণিত। সুতরাং তার ইতিহাস আলাদা খণ্ডেই সংযোজিত হওয়া উচিৎ বলে মনে করেছি।
প্রথম খণ্ডের তুলনায় দ্বিতীয় খণ্ড রচনাতেই আমাকে বেশী বেগ পেতে হয়েছে। কারণ অন্যান্য সময়ের চেয়ে এই খণ্ডের ব্যাপ্তিকালের ঘটনাবহুল তথ্যের আকরের সূত্রসমূহ অপেক্ষাকৃত জটিল এবং স্ববিরোধিতাপূর্ণ । এই সময়ের বিভিন্ন সংগঠনের দলিল ও বিভিন্ন কাগজ-পত্রেরও যথেষ্টরকম অভাব রয়েছে। পঞ্চাশ দশকের শুরু থেকে ষাটের দশকের শেষ পর্যন্ত সময়কালে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি ও পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (উভয় উপদলের) তবু কিছু কিছু কাগজ-পত্র পাওয়া যায়। কিন্তু সমসাময়িক সময়ের অন্যতম বৃহৎ রাজ- নৈতিক দল পাকিস্তান আওয়ামী লীগ ও পূর্ব পাকিস্তান ছাত্রলীগের দলিল-পত্র ঠিক সমপরিমানেই কম। বলা চলে একেবারে পাওয়াই যায় না।
সমসাময়িক অনেক প্রাক্তন ছাত্রনেতার কাছেই আমি এ ব্যাপারে যোগাযোগ করেছি কিন্তু ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এসেছি। তবু যেখানে যতোটুকু পেয়েছি, ঐতিহাসিক আকর হিসাবে তা-ই ব্যবহার করার চেষ্টা করেছি। এদিক থেকে দ্বিতীয় খণ্ড রচনায় আমার প্রধান তথ্য-সূত্র ছিল, আন্দোলনের সঙ্গে যুক্ত নেতৃবৃন্দের সাক্ষাৎকার, পত্র-পত্রিকা, বিভিন্ন গ্রন্থ এবং দলিল-পত্র সমূহ। কিন্তু অপ্রতুল। এই বই যখন লেখা হয়েছে, তখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ছিল অত্যন্ত উত্তাল। প্রাক্তন ছাত্রনেতারা (যাঁরা এখনো সক্রিয়) তাঁরা শুধু ব্যস্ত নন, অতি ব্যস্তও। নাগালে পাওয়া ছিল একটা বড় ব্যাপার। ফলে গ্রন্থ প্রেসে যাওয়ার পরও আমাকে সাক্ষাৎকার নেওয়ার প্রক্রিয়া চালাতে হয়েছে।…
বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস
দ্বিতীয় খণ্ড
(১৯৫৩-১৯৬৯)
মোহাম্মদ হাননান
প্ৰকাশ কাল : আষাঢ় ১৩৯৪, জুলাই ১৯৮৭
প্রকাশক : আব্দুল বারী ওয়ার্সী
ওয়ার্সী প্রকাশনী
১৪২/বি গ্রীন রোড, ঢাকা-১৫
পরিবেশক : জাতীয় সাহিত্য প্রকাশনী
৫১, পুরানা পল্টন, ঢাকা-২
মুদ্রণ : কোয়ালিটা প্রিন্টার্স
২৭/১৬ মনিপুরী পাড়া, ঢাকা-১৫
প্রচ্ছদ মুদ্রণ : মনি প্রিন্টাস, আজিমপুর, ঢাকা-৫
প্রচ্ছদ শিল্পী : কাজী হাসান হাবিব
প্রচ্ছদ আলোকচিত্র : মোহাম্মদ আলম (দৈনিক ইত্তেফাক)
বাঁধাই : আবুল হোসেন এ ও সংস
২২/১ হাটখোলা রোড, ঢাকা-৩
সুলভ : ৫০ টাকা
শোভন : ৮০ টাকা
Reviews
There are no reviews yet.