কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের যাদুকর হিসেবে বাংলা কাব্য-সাহিত্যে সুপরিচিত। কিন্তু তিনি শুধু ছন্দনৈপুন্যের কারণে নয়, বিশ্বজনীন দৃষ্টি-ভঙ্গীর জন্যেও বাংলার কাব্য-রসিক মহলে সুপরিচিত৷ এছাড়াও সত্যেন্দ্রনাথ দত্ত কুরআন, হাদীস এবং মুসলিম কবিদের রচনার অনুবাদক হিসাবে বেশ কিছু ইসলামী ভাবধারার কবিতা রচনা করেন। সত্যেন্দ্রনাথ দত্তের এধরনের কবিতাগুলোর একটি সংকলন প্রকাশের উদ্দেশ্যে ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ জনাব হুমায়ুন খানকে দায়িত্ব দেয়। জনাব খান যথেষ্ট পরিশ্রম করে তাঁর উপর ন্যস্ত এ দায়িত্ব সম্পন্ন করেন। নানা কারণে এর প্রকাশন। বিলম্বিত হওয়ার জন্যে দুঃখিত। আমরা এতদিনে এই অনন্য সংকলন-গ্রন্থ পাঠক-পাঠিকাদের হাতে তুলে ধরতে পেরে অশেষ তৃপ্তি বোধ করছি। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য।
ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ
১৩-৬-৮৪
আবদুল গফুর
প্রকাশনা পরিচালক
সত্যেন্দ্রনাথ দত্তের ইসলামী কবিতা
সংকলন ও সম্পাদনা : হুমায়ুন খান
প্রকাশক : প্রকাশনা পরিচালক
ইসলামিক ফাউণ্ডেশন
প্রকাশকাল : ১৯৮৪
سة الإسلامية، تغلاويش
হিজরী পনের শতক উদ্ যাপন উপলক্ষে প্রকাশিত
Reviews
There are no reviews yet.