পূর্বকথা
ইসরায়েল যখন তার সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল লেবাননের উপর, যুদ্ধের সেই শত্রুর দিনগুলোতে প্যালেস্টাইনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে একটি কবিতা পাঠের আসরের আয়োজন করেছিল বাংলাদেশ আফ্রো-এশীয় লেখক ইউনিয়ন। স্বল্প- প্রস্ততি নিয়ে আয়োজিত অনুষ্ঠনে কবি ও কবিতা-অনুরাগীদের সোৎসাহ অংশগহণ প্যালেস্টাইনী জনগণের বীরত্বপূর্ণ সংগ্রামের সঙ্গে আমাদের শিল্পী-সাহিত্যিক ও জনগণের নিবিড় যোগাযোগের প্রকাশ ঘটিয়েছিল। সেই অননুষ্ঠান থেকেই জন্ম নিয়েছিল বর্তমান সংকলনের ধারণা।
সংকলনের যখন প্রস্ততি চলছিল ইসরায়েলী হামলা কমশই হয়ে উঠতে থাকে ভয়াবহরকম বর্বর ও নৃশংস। অবরুদ্ধ বৈরতে বিমান-আকমণ ও কামানের গোলাবর্ষণে দিনের পর দিন যে নির্বিচার হত্যাযজ্ঞ চালানো হয়েছে, শাতিলা ও সাবরা শরণার্থী শিবিরে নারী- শিশু-বৃদ্ধ সাধারণজনের রক্তের যে নদী বইয়ে দেওয়া হয়েছে— বিশ্বের সকল বিবেকবান মানুষকে স্তম্ভিত করে দেওয়া এইসকল ঘটনাধারা সম্পর্কে আমরা অবহিত রয়েছি। আরব-ভূমির বুকে এই নতুন ট্যাজেডীর জন্য কারা দায়ী সেটাও বিশ্ববাসী ভালভাবে বোঝে। মাতৃভূমির অধিকার প্রতিষ্ঠার জন্য প্যালেস্টাইনের জনগণ আমাদের কালের মহত্তম সংগক্রমে রত রয়েছেন এবং সকল মুক্তিকামী মানুষের হৃদয়-মনে ঠাই করে নিয়েছে তাঁদের লড়াই। লেবাননে প্যালেস্টাইনী ভাইদের পাশাপাশি দাড়িয়ে জীবন উৎসর্গ করে বাঙালী যোদ্ধারা, এই সংহতিকে রক্ত-বন্ধনে নিবিড়তর করেছে।
বাংলাদেশ ও প্যালেস্টাইনের সংগামী ঐকচেতনাবোধ থেকে নিবেদিত হলো বর্তমান সংকলন। বাঙালী কবিদের নিবেদিত অর্ঘ্য ছাড়াও এতে সংযোজিত হয়েছে প্যালেস্টাইনী কবিতার নির্বাচিত অনবাদ এবং সংগামের বিস্তারিত পটভূমি ব্যাখ্যাকারী নিবন্ধ । নানা সীমাবদ্ধতার কারণে সংকলন – গন্থ সম্পূর্ণ সষ্ঠুরূপে প্রকাশ করা সম্ভব হলো না, তবু, আশা করি পাঠকদের সহৃদয় বিবেচনা থেকে বর্তমান গন্থ বঞ্চিত হবে না।
কবীর চৌধুরী সভাপতি
বাংলাদেশ আফ্রো-এশীয় লেখক ইউনিয়ন
হৃদয়ে আমার প্যালেস্টাইন
সম্পাদনা : আবুল হাসনাত, মফিদুল হক
প্রচ্ছদ ও অলংকরণ
কামরুল হাসান
বাংলাদেশ আফ্রো-এশীয় লেখক ইউনিয়ন
ঢাকা
Palestine In My Heart
A collection of poems on Palestine and from Palestine. Edited by Abul Hasnat and Mofidul Hoque.
Published by Bangladesh Afro-Asian Writers’ Union. 29 November 1982
International day of solidarity with the Palestinian People,
প্রকাশকাল : ২৯ নভেম্বর ১৯৮২, ১৩ অগ্রহায়ণ ১৩৮৯
আন্তর্জাতিক প্যালেস্টাইন সংহতি দিবস
মৃদ্রক : সন্ধানী প্রেস
৪১ নয়া পল্টন, ঢাকা- ২
প্রকাশক : বাংলাদেশ আফ্রো-এশীয় লেখক ইউনিয়ন
১৪/২ তোপখানা রোড, দোতলা, ঢাকা – ২
একমাত্র পরিবেশক : জাতীয় সাহিত্য প্রকাশনী
১০ পরানা পল্টন, ঢাকা-২
মূল্য : পনের টাকা
Reviews
There are no reviews yet.