তরুণপ্রজন্ম যাতে সহজে এবং বিনা মূল্যে বই পড়তে পারে- সেই লক্ষ্যকে সামনে রেখে rareboi.org উদ্যোগ গ্রহণ করা হয়েছে। rareboi.org ওয়েবসাইটের সমস্ত বইপত্র, পত্রিকা ও অন্যান্য ডকুমেন্টস অবাণিজ্যিক উদ্দেশ্যে সংরক্ষণ হচ্ছে। 'রেয়ার বই' সম্পূর্ণ অলাভজন প্রতিষ্ঠান। এই উদ্যোগ একার পক্ষে চালিয়ে নেয়া সম্ভব না। তাই শুভাকাঙ্খীরা এই উদ্যোগকে সামনে এগিয়ে নিতে আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়াবেন বলে আশাবাদী।
প্রিয়, লেখক ও বইপ্রেমী পাঠক পুরানো বই দিয়ে এই সাইটটিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে এগিয়ে আসবেন।