অগ্নিযুগে’ প্রকাশিত হল।
এ ইচ্ছা আমার অনেক দিনেরই। একদিন যাঁরা মহাপরাক্রমশালী ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভীত, সন্ত্রস্ত করে তুলেছিলেন, তাঁদের মধ্যে অনেকেই আর বেঁচে নেই। যাঁরা রয়েছেন, তাঁরাও কেউ অমর নন। কিন্তু তারপর ! দঃখের সঙ্গে সংগ্রাম করে, বাকের পাঁজরে পাজার হোমানল জেলে যাঁরা একদিন গৌরবোজ্জ্বল ইতিহাস সৃষ্টি করেছিলেন, তাঁদের চলে যাবার সঙ্গে সঙ্গেই কি সে ইতিহাস লাত হয়ে যাবে ? তাঁদের মহাম,ল্যবান দপ্রাপ্য রচনাসম্ভার কি অজানাই থেকে যাবে আজকের দিনের তরুণ-তরুণীদের কাছে?
গত ৮ই জানুয়ারী ‘সতীর্থ’ সংহতি’র অনষ্ঠানে এই আন্তরিক ইচ্ছার কথাই আমি ব্যক্ত করেছিলাম অগ্নিযুগের বিপ্লবী শ্রদ্ধেয় ভক্তকুমার ঘোষ এবং নয়নাঞ্জন দাশগুপ্তের কাছে। বলেছিলাম — আপনারা সবাই মিলে আমাকে অনুমতি দিন। এর সঙ্গে আমার আর্থিক কোন সম্পর্ক থাকবে না, গ্রন্হ সত্ব হবে—বিপ্লবী নিকেতনের
আনন্দের কথা,—অনশীলন, য,গান্তর, চট্টগ্রাম, বি.ভি, শ্রীসংঘ, প্রবর্ত্তক, রিভোল্ট গ্রুপ, আত্মোন্নতি সমিতি, মাদারীপর গ্রুপ— সবার অনুমতি পেয়ে গেলাম এ ব্যাপারে। বলাই বাহুল্য যে, তাদের সহৃদয় অনুমতি এবং অকুণ্ঠ সহযোগিতা না পেলে এই সর্বদলীয় সংকলন গ্রহ প্রকাশ করা কোনদিনই সম্ভব হতো না।
রচনাসমূহ ভাগ করা হয়েছে মোট তিনটি বিভাগে। (ক) ১৯০৫ সাল থেকে শহর, করে ধারাবাহিক বৈপ্লবিক ঘটনাবলী। (খ) সমীক্ষা ও স্মৃতিচারণ। (গ) কবি-সাহিত্যিক ও চিন্তানায়কদের দৃষ্টিতে অগ্নিযুগে। কয়েকটি লেখা হাতে এসেছে অনেক দেরিতে। ইতিহাসের ধারাবাহিকতা রক্ষার জন্য বাধ্য হয়েই তাদের রাখতে হয়েছে শেষোক্ত বিভাগে। পরবর্তী সংস্করণে ওগুলো আবার নিয়ে আসা হবে যথাযোগ্য স্থানে।
অগ্নিযুগ (প্রথম খণ্ড)
সম্পাদনা : শৈলেশ দে
প্রকাশক : শ্রীরথীন্দ্রনাথ বিশ্বাস
পূর্ণ প্রকাশন
৮এ, টেমার লেন কলিকাতা-৭০০০০৯
দূরভাষঃ ৩৪-৯৫৯২
প্রথম প্রকাশ : স্বাধীনতা দিবস, ১৯৭৮
দ্বিতীয় প্রকাশ : মে, ১৯৮৬
প্রচ্ছদপট : শ্রীরঞ্জিৎ দাস
মদ্রক :শ্রীবিশ্বনাথ ঘোষ
নিউ জয়গর, প্রেস ৩৩/ডি, মদন মিত্র লেন কলিকাতা-৭০০০০৬
মূল্য : চল্লিশ টাকা মাত্র
Reviews
There are no reviews yet.