’অনেক রক্ত অনেক নাম’ ধারাবাহিকভাবে প্রকাশ হয়েছিল মাসিক প্রসাদ পত্রিকায়৷
স্বীকার করতে বাধা নেই যে, প্রথম দু-একটি সংখ্যা ততটা আগ্রহ সহকারে আমি পড়িনি। কারণ, লেখক প্রিয়রঞ্জন দাসমুন্সী সারাদেশে একটি সুপরিচিত নাম ৷ তাঁর রাজনৈতিক মতবাদ সর্বজনবিদিত। স্বভাবতই মনে হয়েছিল, হয়তো লেখনীর মাধ্যমে প্রচ্ছন্নভাবে দলীয় প্রচারকার্য করাটাই তাঁর সাহিত্য সাধনার একমাত্র উদ্দেশ্য।
ভুল ভাঙতে দেরি হয়নি।
বেশ মনে আছে, পড়তে পড়তে চমকে উঠেছিলাম সেদিন। এ যে এক নতুন প্রিয়রঞ্জন, যিনি রাজনীতির জটিল আবর্তে বাস করেও সম্পূর্ণ নিরপেক্ষ তখন থেকে সাগ্রহে দিন গুণতাম,—কবে আমার হাতে আসবে পরবর্তী সংখ্যাটি। মনে মনে ভয়ও ছিল কিছুটা। সারাদেশে তখন জরুরী অবস্থা চলছে। লেখক এবং লেখনী দুইই তখন স্তব্ধ। মাঝপথে আবার বন্ধ হয়ে যাবে নাতো প্রিয়রঞ্জনের এই অপ্রিয় স্বীকারোক্তি ? তা অবশ্য হয়নি, তবে একথা কে না জানে যে, এই স্পষ্ট ভাষণের জন্য সেদিন কতখানি মূল্য দিতে হয়েছিল প্রিয়রঞ্জনকে।
এ এক অসাধ্য সাধন বললেও চলে। কারণ, দলীয় প্রভাব এড়ান খুবই কষ্ট- সাধ্য কাজ। ইচ্ছায় হোক, বা অনিচ্ছায় হোক, কিছু না কিছু দলীয় ছাপ লেখনীর মধ্যে আসবেই। এইখানেই প্রিয়রঞ্জন একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম। তাই সত্তর দশকের সেই রক্তাক্ত অধ্যায়ে নকশাল, সি. পি. এম. বা অন্যান্য দলগুলির মধ্যে কে কতটা ভুল করেছে, সেটাই বড় হয়ে দেখা দেয়নি তাঁর কাছে, সেই সঙ্গে ‘আমরা কোথায় ভুল করেছি সেটাও বলিষ্ঠভাবে তুলে ধরতে চেয়েছেন দেশবাসীর কাছে। শুধুমাত্র অন্যকে আসামীর কাঠগড়ায় না তুলে নিজে আসামীর কাঠগড়ায় দাঁড়িয়ে যে ভাবে তিনি আত্মবিশ্লেষণ করেছেন, এমন প্রশংসনীয় নজীর সচরাচর বড় একটা দেখা যায় না আজকের দিনে। আগামীদিনের মানুষের কাছে প্রিয়রঞ্জনের ‘অনেক রক্ত অনেক নাম’ সত্তর দশকের অস্থিরতার একটি উল্লেখযোগ্য দলিল হয়ে থাকবে সন্দেহ নেই। সাহিত্যক্ষেত্রে আমি তাঁর সাফল্য কামনা করি৷
১৪. ৭. ৭৯
২১বি, ফার্ণ রোড কলিকাতা-১৯
শ্রীশৈলেশ দে
অনেক রক্ত অনেক নাম
প্রিয়রঞ্জন দাসমুন্সী
প্রকাশক : শ্রীসুধাংশু শেখর দে
দে’জ পাবলিশিং
১৩ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রীট, কলিকাতা ৭০০০৭৩
প্রচ্ছদ শিল্পী : পূর্ণেন্দু পত্রী
মুদ্রাকর : শ্রীমণীন্দ্র নাথ মান্না
পারুল প্রিন্টিং ওয়ার্কস্
১৫/১ ঈশ্বর মিল লেন, কলিকাতা ৭০০০০৬
দাম : ২০ টাকা
প্রথম প্রকাশ : —জানুয়ারী, ১৯৮০, পৌষ, ১৩৮৬
দ্বিতীয় সংস্করণ : এপ্রিল, বৈশাখ, ১৩৯২, ১৯৮৫
Reviews
There are no reviews yet.