লেনিনের বিশ্লেষণ হল- “সাধারণভাবে রাজনৈতিক কর্মীদের মধ্যে প্রতিরোধ সংগ্রামের ক্ষেত্রে মেরুদণ্ডহীনতা ও যুদ্ধের আতঙ্ক থেকেই জন্ম নেয় সংশোধনবাদ ও সংস্কার এবং সেটা অনিবার্যভাবে পরিচালিত হয় পুঁজিবাদী বিকাশের দিকে।” অর্থাৎ অবশ্যম্ভাবীভাবে এর প্রকাশ ঘটে পণ্য ও অর্থনীর্তির নিয়ম ও পদ্ধতি বা বাজার অর্থনীতির মধ্য দিয়ে। একে প্রতিরোধ করতে হলে সমাজতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য। অঙ্গ সর্বহারা সংস্কৃতিকে বজায় রাখতেই হবে- পুঁজিবাদের সঙ্গে প্রতিযোগিতা নয়, জনগণের সঙ্গে সহযোগিতা নয়, জনগণের সঙ্গে সহযোগিতার মধ্যে দিয়ে সমাজ গঠনের দিকে এগিয়ে যাওয়াই সমাজতান্ত্রিক সরকারের কর্তব্য। কিন্তু, স্তালিনের মৃত্যুর ৩৬ বছর বাদেও যেখানে কিছুই যুদ্ধাতঙ্ক ছাড়া অগ্রগতির পক্ষে বিশ্ব পরিস্থিতি খুবই সুবিধাজনক অবস্থানে বিরাজ করছিল সেখানে হঠাৎ করে দেখা গেল সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপের দেশগুলোর সমাজতান্ত্রিক কেল্লায় ধ্বংস নামতে শুরু করেছে এবং তার পরিবর্তে শাসন ক্ষমতা দখল করে নিচ্ছে পুঁজিবাদ।
ইতিহাসের দর্পণে স্তালিন
(পেরেস্ত্রৈকা ও গ্লাসনস্তের প্রতিফলন)
তপন বসু
প্রথম প্রকাশ : ২রা জুলাই, ১৯৯০
প্রকাশক : মজহারুল ইসলাম
নবজাতক প্রকাশন, এ ৬৪ কলেজ স্ট্রীট মার্কেট
কলিকাতা-৭০০০০৭
মূল্য : ৪৫ টাকা
Reviews
There are no reviews yet.