একুশে, একাত্তর এবং পঁচাত্তর সম্বন্ধে কিছু বলতে চাওয়ার অধিকার যেকোন বাঙ্গালীর পক্ষে জন্মাধিকার । সেই অধিকারই আমাকে বক্তব্য রাখার প্রেরণা যুগিয়েছে ।
আমি অতীব দুঃখ সহকারে অবলোকন করেছি যে, একুশের চেতনাকে অবমূল্যায়ন করার মনোভাব, একাত্তরের সংগ্রামকে অবমূল্যায়ন করার মনোভাব এবং পঁচাত্তরের নৃশংসতাকে মহামূল্যায়নের মনো- ভাব কিছু তথাকথিত প্রতিষ্ঠিত নেতৃস্থানীয় ব্যক্তিবৃন্দের আচরণে প্রতিভাত হচ্ছে তা যেকোন বাঙ্গালীর মনে বেদনার কারণ হয়ে বিধছে।
আমার মনে হয়েছে তাদের আচরণ বাঙ্গালীত্ব বিনাশক এবং মৌলবাদমুখী চিন্তাধারার ফলশ্রুতি হতে উদ্ভুত। তাদের কাছে এই মাটির কৃতি সন্তান অপেক্ষা বিদেশী সন্তানরাই যেন অধিকতর প্রেরণা- উৎস । তাঁদের কাছে ক্ষুদিরাম, সূর্যসেন, মুজিব, সালাম, বরকত, রফিক, কিংবা নুর হুসেনের রক্তের চাইতেও যেন ফিলিস্তিনিদের কিংবা আফগান মুজাহিদদের রক্তের মূল্য অধিক। বিদেশাত্মবোধই যেন তাঁদের দেশাত্মবোধ।
একুশে একাত্তর পঁচাত্তর
তিতু চৌধরী
জাতীয় গ্রন্থকেন্দ্র, বাংলাদেশ, মহানগর পাঠাগার,
ওসমানী উদ্যান, ঢাকা-১০০০
প্রকাশক : সাঈদুজ্জামান চৌধুরী
৪০ নং সাবেক শরাফৎগঞ্জ লেন, ঢাকা-১২০৪
প্রকাশক কর্তৃক সংরক্ষিত
প্রকাশকাল : অগ্রহায়ণ ১৩৯৪ বাং
মুদ্রক :—জেবুন্নেসা মুদ্রণালয়
মূল্য : পেপার ব্যাকে ১৪ টাকা
বাঁধাই ১৮ টাকা
পরিবেশক : জেবুন্নেসা লিঃ
৩৬ নং বাংলাবাজার, ঢাকা-১১০০
Related
Articles on Tolstoi (e-Book)Similar post
On Marks (e-Book)Similar post
Anarchism or Socialism ? (e-Book)Similar post
Reviews
There are no reviews yet.