বর্তমান পুস্তিকাটি ১৯৭৪ সালের কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশনের রিপোর্টের সারসংকলন। কমিশনের রিপোর্ট প্রকৃতপক্ষে একটি বৃহৎ কলেবর অত্যন্ত অনুপুঙ্খ, সুদীর্ঘ এবং গ্ৰন্থ। ১৯৭৪-এর মে মাসে প্রকাশিত ‘বাংলাদেশ শিক্ষা কমিশন রিপোর্ট’ নামে অভিহিত ঐ গ্রন্থে পরিশিষ্ট ব্যতিরেকে ৩৬টি অধ্যায় ছিল এবং সর্বমোট পৃষ্ঠাসংখ্যা ছিল ৪৩০। অতএব স্পস্ট যে এখানে ঐ রিপোর্টের অংশমাত্র মুদ্রিত হলো। যে সমস্ত পরিচ্ছেদে যে সমস্ত বিষয় আলোচিত হয়েছে, প্রতি পরিচ্ছেদের শেষে তার সারসংক্ষেপও তাতে ছিল। আমরা এই পুস্তিকায় ঐ রিপোর্টের ভূমিকা, ১ম অধ্যায় ও পরিশেষ আদ্যোপান্ত এবং অন্যান্য পরিচ্ছেদের সারাংশসমূহ একত্রিত করে আপনাদের অবগতির জন্য হুবহু প্রকাশ করছি ; এতে আমাদের বিন্দুমাত্র কোনো নিজস্ব ব্যাখ্যা, পরিবর্তন বা পরিবর্ধন সংযোজিত হয়নি।
আমরা অত্যন্ত সচেতন যে, এদেশে কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশনই সর্বপ্রথম দেশের সার্বিক অবস্থা অনুধাবন করে তার পরিপ্রেক্ষিতে এমন একটি শিক্ষানীতি গ্রহণের জন্য সুপারিশমালা প্রণয়ন করেছিলেন যেখানে দেশবাসীর জন্য প্রকৃত অর্থে কল্যাণচিন্তা এবং জনমানসের স্বপ্ন ও আকাঙ্ক্ষা যথাসম্ভব রূপায়িত হয়ে উঠেছিল। দুঃখের বিষয়, ঐ রিপোর্টটি নানা কারণে কোনো সরকারই জনগণের ও বিদ্বৎসমাজের সম্মুখে উপস্থিত করেন নি এবং এর বিপরীতে বিভিন্ন সময়ে ক্রমাগত জাতিধ্বংসী নানা ধরনের শিক্ষানীতি দেশের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে৷ আমরা বিশ্বাস করি, স্বাধীন দেশের প্রথম এবং অদ্যাবধি শ্রেষ্ঠ শিক্ষানীতির পরিকল্পনা ও কাঠামো দেশবাসীর জানার পূর্ণ অধিকার আছে।
এদেশের শিক্ষিত সমাজ, বিশেষভাবে শিক্ষক ও ছাত্রসমাজ যাঁরা বর্তমানে শিক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষামানের অবনতি, শিক্ষাক্ষেত্রে বিরাজমান অরাজ- কতায় শঙ্কিত, হতাশাগ্রস্ত ও ক্ষুব্ধ তাঁদের নতুনভারে ভাবনাচিন্তায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমরা, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দশ বছর পূর্বের ঐ দলিলটি আংশিকভাবে প্রকাশ করছি।
দেশবাসীকে, বিশেষ করে শিক্ষক সহকর্মীদের এ তথ্য জানানো আমাদের কর্তব্য যে, নবগঠিত আমাদের সমিতির ১১টি মৌলিক দাবীদাওয়ার মধ্যে…
কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশন রিপোর্ট
সার-সংকলন
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
প্রকাশক : কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
মুদ্রণ : ২৮-জি, ঈসা খান রোড, ঢাকা-২
ফোন ৫০০২৪৬
কে. এম. ইউনুস
সুমি প্রিন্টিং প্রেস এণ্ড প্যাকেজিং ১, নীলক্ষেত (বাবুপুরা), ঢাকা-৫
ফোন ৫০১৬ 70
প্রাপ্তিস্থান : জাতীয় সাহিত্য প্রকাশনী,
১০ পুরানা পল্টন, ঢাকা-২
ফোন ২৩৭৮ ७2
প্রথম মুদ্রণ : ১২ই অক্টোবর, ১৯৮৪
দ্বিতীয় মুদ্রণ : ২১শে ফেব্রুয়ারী, ১৯৮৬
শুভেচ্ছা মূল্য : দশ টাকা মাত্র
Reviews
There are no reviews yet.