আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাকে কিছুদিনের জন্য কোন এক যুব শিবিরে রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে কাজ করতে হয়েছিল। আমার কাজ ছিল আমাদের সংগ্রামের আদর্শ ও ইতিহাস, বিভিন্ন দেশের গেরিলা যুদ্ধের কাহিনী প্রভৃতি ছাত্রদের সম্মুখে তুলে ধরা। সে উদ্দেে আমি মাঝে সাঝে নোট রাখতাম। এই নোটের ওপর ভিত্তি করেই ১৬ সংগ্রামোত্তর ১৯৭২ সালের প্রথম দিকে আমার বেকারত্বের কালে এই২০ বই লিখিত হয়। পরে প্রসঙ্গক্রমে কিছু অংশ সংযোজিত হলেও অধিকাংশ ২৪ স্থলেই তা অপরিবর্তিত অবস্থায় মুদ্রণের জন্যে প্রেরিত হয়।
বলাই বাহুল্য এ পরিস্থিতিতে নতুন কথা বলার সুযোগ ছিল না। প্রমাণিত তথ্য ও তত্ত্বগুলোই আমাকে ব্যবহার করতে হয়েছে। তাই বিভিন্ন সুধীজনের বক্তব্য আমি গ্রহণ করেছি নির্বিচারে । আমার মূল অবলম্বন ছিল গ্রন্থপঞ্জীতে উল্লিখিত পুস্তকগুলো। সতর্ক পাঠকেরা অনেক জায়গায় এসব বইয়ের লেখার সাথে আমার লেখার ভাষাগত সাদৃশ্য ও লক্ষ করতে পারেন।
চারু মজুমদার ও অন্যান্য প্রসঙগ
সাঈদউর রহমান
প্রকাশ : শ্রাবণ ১৩৮০
প্রকাশকঃ ফখরুদ্দীন জাহমেদ
বিশ্ব পরিচয়, বলাকা বিল্ডিং, মিরপুর রোড। ঢাকা- ৫
মুদ্রাকর : নাজিমুদ্দিন
বচন আর্ট প্রেস, ৩৯ জাষ্টিস লাল মোহন দাস লেন, ঢাকা
মূল্য : প্রশাভন সংস্করণ : ৬ টাকা
সুলভ সংস্করণ : ৪ টাকা ৫০ পয়সা
Reviews
There are no reviews yet.