দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, জাতিকে সজীব রাখার ইতিহাস। একটা জাতি স্বীনতা সংগ্রামের যে আদর্শ, ত্যাগ নিষ্ঠা, বীরত্ব ও নির্যাতন ভোগের পরিচয় য়িা যায়, তাহা দেখিয়া ভবিষ্যৎ জাতি গড়িয়া উঠে। পাক-ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, বীরত্ আত্মত্যাগ ও নির্যাতন ভেঅগের ইতিহাস। দেশের স্বাধীনতা হঠাৎ একদিনে আসে নাই, সুদীর্ঘ পঞ্চাশ বৎসরের কঠোর সংগ্রামের ফলে আসিয়াছে দেশের স্বাধীনতা। এি দেশেরই নির্ভীক যুবকের দল পরাধীনতার কলঙ্ক কালিমা মুছিয়া ফেলার জন্য স-শস্ত্র বিপ্লবের আয়োজন করিয়াছিল, তাহারা, প্রাণের মায়া বির্সজন দিয়া, সংসার বন্ধন ছিন্ন করিয়া, বিপ্লব অনলে ঝাঁপাইয়া পড়িয়াছিল, নিজের সুখ-সুবিধার জন্য তাকায় নাই। তাহারা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়া, সম্মুখ সংগ্রামে প্রাণ বিসর্জ্জন দিয়া, জেলে-দ্বীপান্তরে সুদীর্ঘকাল অসহ্য অত্যাচার যন্ত্রণা সহ্য করিয়া আনিয়াছে দেশে নব-জাগরণ, আনিয়াছে দেশের স্বীধীনতা।…
জেলে ত্রিশ বছর ও পা-ভারতের স্বাধীনতা সংগ্রাম
শ্রীত্রৈলোক্যনাথ চক্রবর্ত্তী
(মহারাজ)
প্রকাশক : মহারাজ ত্রৈলেঅক্যনাথ চক্রবর্ত্তী স্মৃতিরক্ষা কমিটির পক্ষে
শ্রীদীনেশচন্দ্র ঘটক
২ গ্রীক চার্চ্চ রো এক্সটেনশন, কলিকাতা-৭০০০২৬
প্রকাশকাল : ১৩৭৫
মূল্য : ৩০ টাকা
Reviews
There are no reviews yet.