বিশেষত চিরকুমার লোকদের খালি বোতল এবং খালি ডিব্বার প্রতি এতো আসক্তি কেন? আমি এ নিয়ে এখনো বিস্মিত হচ্ছি। চিরকুমার বলতে আমি সেসব লোকের কথাই বোঝাতে চাই বিয়ের প্রতি যাদের কোন আগ্রহ দেখা যায় না৷
এমনিতে এ ধরনের লোক অনেক অদ্ভুত অভ্যাসের অধিকারী হয়, কিন্তু আমি বুঝতে পারি না, খালি বোতল এবং খালি ডিব্বার প্রতি তাদের ভালোবাসার এতো মাত্রাধিক্য কেন ? পশু এবং পাখী তাদের গৃহপালিত জীব হতে দেখা যায়, এদের সাথে সময় কাটিয়ে তারা হয়তো আনন্দ লাভ করে, কিন্তু খালি বোতল এবং খালি ডিব্বা তাদের কি এমন দুঃখ হরণ করতে পারে?….
নগ্ন আওয়াজ
সা’দত হাসান মান্টো
অনুবাদ : এ. বি. এম. কামালউদ্দিন শামীম
প্রথম সংস্করণ : ডিসেম্বর, ১৯৭১
মূল্য : ১০ টাকা
প্রকাশনায় : দেওয়ান আবদুল কাদের, ৩৮, বাংলাবাজার, ঢাকা
মুদ্রণে : সোসাইটি প্রিন্টার্স, ৩৮, বাংলাবাজার, ঢাকা
প্রচ্ছদ-শিল্পী : প্রাণেশ কুমার মণ্ডল
Reviews
There are no reviews yet.