ডক্টর সুধীর কুমার নন্দীর নন্দনতত্ত্বের পাণ্ডুলিপির কিছু অংশ পড়ে আনন্দ পেলাম। এককালে সংস্কৃত ভাষায় কাব্যজিজ্ঞাসার বিশেষ পরাকাষ্ঠা হয়েছিল এবং স্ত্বংস্কৃত জ্ঞানীগুণীরা যে সমস্ত সত্যের আবিষ্কার করেছিলেন, তাদের মূল্য আজো অব্যাহত। ইউরোপে প্লেটো-আরিষ্টটলের সময় থেকেই সৌন্দর্যের স্বরূপ ও নিয়ে আলোচনা শুরু হ’ল কিন্তু তা সত্ত্বেও বহুযুগ ইয়োরোপে নন্দনতত্ত্বের স্বতন্ত্র সত্তা স্বীকৃতঃ হয় নি। বাঙলা ভাষায় কাব্য- জিজ্ঞাসা ও নন্দনতত্ত্বের সাহিত্য” যে আজো আশানুরূপ বিকাশলাভ করে নি একথা আমাদের মানতেই হবে।
বাংলা সাহিত্যের গা একশো দেড়শো বছরে যে বিস্ময়কর বিকাশ তার ফলে সমালোচনা ও বিচারের ক্ষেত্রেও যে সমৃদ্ধ সাহিত্য গড়ে উঠবে, এ আশা অসঙ্গত ছিল না। সাহিত্য বিচার ও সমালোচনার বিকাশ খানিকটা হয়েছে। বঙ্কিমচন্দ্রের সময় থেকে শুরু করে রবীন্দ্রনাথের পরবর্তীদের মধ্যেও অনেকেই সাহিত্য সমালোচনায় ব্রতী হয়েছেন, কিন্তু সমালোচনার মূল সূত্র বা সৌন্দর্যতত্ত্ব নিয়ে আলোচনার দিকটা অনেকখানিই খালি রয়ে গিয়েছে। মূল সূত্র নিরূপণের চেষ্টা হয় নি বলে সমালোচনার মধ্যে অসঙ্গতি, মতবিরোধ ও অনিশ্চয়তার পরিমাণও অত্যধিক। একথার অর্থ এ নয় যে, মূলসূত্র নির্ধারিত হলেই সমালোচনায় মতানৈক্যের অবকাশ থাকবে না। বিজ্ঞান ব্যক্তিনিরপেক্ষ কিন্তু তা সত্ত্বেও বিজ্ঞানের সূত্রের মধ্যেও মতবিরোধের পরিচয় মেলে ; এক যুগের স্বীকৃত সত্য অন্য যুগে অস্বীকৃত হয়। সাহিত্য ও শিল্পকলার ক্ষেত্রে এ ধরনের মতবিরোধের অবকাশ অনেক বেশী। তাছাড়া মূলসূত্রের বিষয়ে মতৈক্য হলেও সূত্রের প্রয়োগ বা দৃষ্টান্ত নিয়ে মতবিরোধ দূর হবে না। সবাই মানে যে, কর্তব্য সকলেরই করণীয় কিন্তু কর্তব্য যে কী, তা নিয়ে মত বিরোধ ও দ্বন্দ্বের অন্ত নাই। তবু একথা বলা চলে যে, মূলসূত্রের বিচারে সৌন্দর্য সম্বন্ধে আমাদের ধারণা স্পষ্টতর হয় বলে মতভেদ থাকলেও সে মতভেদ আমাদের রসভোগের সহায়তা করে।
যারা সৌন্দর্যতত্ত্ব নিয়ে আলোচনা করেন, তাঁরা বহুক্ষেত্রে সাহিত্য বা শিল্পের সাক্ষাৎ প্রয়োগে অনভিজ্ঞ, আবার যারা প্রত্যক্ষভাবে সমালোচক, শিল্প…
নন্দনতত্ত্ব
ডক্টর সুধীর কুমার নন্দী এম. এ., এল্ এল. বি.
NANDANTATTWA
( Aesthetics )
Dr. Sudhir Kumar Nandi
West Bengal State Book Board
© পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ
প্রথম প্রকাশ : ডিসেম্বর, ১৯৭৯
দ্বিতীয় প্রকাশ : জুন, ১৯৮৪
প্ৰকাশক : পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ
[পশ্চিমবঙ্গ সরকারের একটি সংস্থা]
আর্য ম্যানসন (নবমতল)
৬এ রাজা সুবোধ মল্লিক স্কোয়ার, কলকাতা-৭০০০১৩
মুদ্রাকর : শ্রীসুধাতোষ বসু
ইম্প্রেশন
৩৩ বি মদন মিত্র লেন, কলকাতা-৭০০০০৬
প্রচ্ছদ : শ্ৰীকমল শেঠ
মূল্য : ২৪ টাকা
Reviews
There are no reviews yet.