গণচীনের ও চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রয়াত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কমরেড লিউ শাওছি ছিলেন একজন অসামান্য মার্কসীয় তত্ত্ববিদ। বর্তমান সংকলনে তাঁর তিনটি গুরুত্বপূর্ণ রচনা অন্তর্ভুক্ত হয়েছে : “কি করে ভাল কমিউনিস্ট হতে হয়”, “অন্তঃপার্টি সংগ্রাম প্রসঙ্গে” এবং “পার্টি প্রসঙ্গে”।
১৯৬৬ সালে সাংস্কৃতিক বিপ্লবের শুরুতে পার্টি ও রাষ্ট্রের ভুল মূল্যায়নের ফলে কমরেড লিউ শাওছিকে তথাকথিত বুর্জোয়া “হেডকোয়ার্টারের” নেতৃত্ব দানের অপরাধে ভ্রান্তভাবে দায়ী করা হয়। পার্টি এবং রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ষড়যন্ত্রকারী লিন বিয়াও ও “চার কুচক্রী” পার্টির ভেতর অস্বাভাবিক রাজ- নৈতিক জীবনের সুযোগ গ্রহণ করে কমরেড লিউ শাওছিকে অভিযুক্ত করে, শারীরিকভাবে নির্যাতন করে এবং ভ্রান্তভাবে “দলত্যাগী, বিশ্বাসঘাতক এবং অন্তর্ঘাতক” আখ্যায়িত করে। ১৯৬৮ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত পার্টির অষ্টম কেন্দ্রীয় কমিটির দ্বাদশ পূর্ণাঙ্গ অধিবেশনে কমরেড লিউ শাওছিকে “পার্টি থেকে চিরদিনের জন্য বহিষ্কার এবং পার্টির ভেতরে ও বাইরে সকল পদ থেকে অপসারণের” ভুল সিদ্ধান্ত গৃহীত হয়। চীনের কমিউনিস্ট পার্টির ইতিহাসে এটা ছিল সবচে বড়ো ভুল রায়। মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি না পেয়ে তিনি ১৯৬৯ সালের ১২ নভেম্বর মৃত্যুবরণ করেন ।
১৯৭৬ সালের অক্টোবরে “চার কুচক্রীর” পতনের পর পার্টির কেন্দ্রীয় কমিটি কমরেড লিউ শাওছির ঘটনাটি পুনর্ম ল্যায়ন করে। বিস্তৃত ও সঠিক অনুসন্ধানের পর সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাঁর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা কলঙ্ক। বাস্তব থেকে সত্য অনুসন্ধানের এবং ভুল সংশোধনের আদর্শে ১৯৮০ সালের ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত পার্টির একাদশ কেন্দ্রীয় কমিটির ৫ম পূর্ণাঙ্গ অধিবেশনে সর্বসম্মতভাবে কমরেড লিউ শাওছিকে পুনর্বাসনের এবং তাঁর বিরুদ্ধে উল্লিখিত প্রস্তাব বাতিল এবং অপবাদ মুছে দেয়ার প্রস্তাব গৃহীত হয়৷…
পার্টি-নির্মাণ প্রসঙ্গে তিনটি রচনা
লিউ শাওছি
বিদেশী ভাষা প্রকাশনালয়, পেইচিং
প্রথম সংস্করণ ১৯৮৬
অনুবাদ : মাহফুজ উল্লাহ
প্রকাশনা : বিদেশী ভাষা প্রকাশনালয়
২৪, পাই ওয়ান চুয়াং, পেইচিং, চীন
মুদ্রণ : বিদেশী ভাষা মুদ্রণালয়
১৯, পশ্চিম ছে কোং চুয়াং, পেইচিং, চীন
পরিবেশনা : চীন আন্তর্জাতিক পুস্তক বাণিজ্য কর্পোরেশন (কুওচি শুতিয়ান), পোস্ট বক্স ৩৯৯, পেইচিং, চীন
গণ প্রজাতন্ত্রী চীনে মুদ্রিত
Reviews
There are no reviews yet.