পাকিস্তান নির্মিত হওয়ার সময় অনেক রাজনৈতিক সাহিত্যিক তথা সমাজপতিদের কোন স্পষ্ট ধারণা ছিল না।
যে, পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হইবে । ইহাদের অনেকেরই মনে হয়ত বিশ্বাস ছিল যে ক্রমে ক্রমে উর্দু ভাষা ইংরিজির আসন গ্রহণ করিবে এবং বাঙলা পূর্বেরই মত ভার্নাকুলার রূপে জীবস্মৃত অবস্থায় কাল অতিবাহন করিবে।
অতি অল্প লোকেই সেই সময় বুঝিতে পারিয়াছিলেন যে কোনো স্বাধীন রাষ্ট্রেরই রাষ্ট্রভাষা মাতৃভাষা ছাড়া অন্য কিছু হইতে পারে না, এবং তাঁহারাও বাঙলার অধিকার সম্বন্ধে যথোপযুক্ত যুক্তিতর্ক উপস্থিত করতে পারেন নাই।
এই সময় অর্থাৎ আজ হইতে আট বৎসর পূর্বে (১৯৪৮ সালে) সুসাহিত্যিক ও বহুভাষাবিদ ডক্টর সৈয়দ মুজতবা আলী সাহেব নানা যুক্তিতথ্য সম্বলিত একখানি প্রবন্ধ দ্বারা সপ্রমাণ এবং ভবিষ্যদ্বাণী করেন যে বাঙলাকে তাহার ন্যায্য অধিকার হইতে কেহ বঞ্চিত করিতে পারিবেনা। দুর্ভাগ্য ক্রমে যে পত্রিকায় (চতুরঙ্গঃ শ্রাবণ ১৩৫৬) প্রবন্ধটি বাহির হয় তাহার প্রচার এবং প্রসার পূর্ববঙ্গে যথেষ্ট পরিমাণে ছিল না বলিয়া বহু পাঠকই ইহার উপকার লাভে বঞ্চিত হন। কিন্তু আমাদের বিশ্বাস এই প্রবন্ধ এখনও বহু লোককে ভাষা নির্ণয় ব্যাপারে সমূহ সাহায্য করিতে পারিবে কারণ ইহার বহু যুক্তি-তর্কই দেশ কাল পাত্ৰাতীত এবং চিরন্তন মানব সমস্যা এবং সত্য সমাধানের উপর ‘নির্মিত।
জনসাধারণ উপকৃত হইলেই আমাদের শ্রম সার্থক।
চট্টগ্রাম
১লা বৈশাখ, ১৩৬৩
প্রকাশক
পূর্বপাকিমানের রাষ্ট্রভাষা
সৈয়দ মুজতবা আলী
বইঘর, ৭, ফিরিঙ্গী বাজার রোড, চট্টগ্রাম
প্রথম প্রকাশ বৈশাখ—১৩৬৩
প্রকাশক : এস, এটি শফি
ফিরিঙ্গী বাজার রোড চট্টগ্রাম
মুদ্রাকর :শ্রী গনেশ চক্রবর্ত্তী
আর্ট প্রেস, চট্টগ্রাম
প্রচ্ছদশিল্পী : পূর্ণেন্দু পত্রী
মূল্য : এক টাকা চারি আনা
Reviews
There are no reviews yet.