ইংরাজ-শক্তির বিরুদ্ধে ঘোরতর সংগ্রাম করেও নেপোলিয়ন সফলতা লাভ করতে পারেনি… পরাজয় বরণ করে নিয়ে তিনি বন্ধী ব্যবস্থায় সেন্ট হেলেনা দ্বীপে লাঞ্ছিত জীবন যাবনে বাধ্য হয়েছিলেন। হযরত মহলও দীর্ঘদিন যাবত লড়েছিলেণ সেই ইরাজ-শক্তির বিরুদ্ধে। নানা কারণে শেষ পযর্ন্ত যখন যুদ্ধ জয়ের আর কোন সম্ভাবনাই বাকী থাকল না। তখনো তিনি পরাজয় বরণ করতে রাজি হলেন না। নতিস্বীকার করলেন না তিনি দেশ ও জাতির মহাশত্রুর কাছে তিনি হিজরত করে চলে গেলেন উংরাজ কর্তৃপক্ষের নাগালের বাইরে…
ইংরাজ কর্তৃপক্ষ তাঁকে হস্তগত করার জন্য নানা রকমের ফন্দিফিকির ও চালবাজির আশ্রয় গ্রহণ করলেন। কিন্তু তাঁদের কোন চেষ্টাই ফলবতী হল না। হযরত মহলের অনমনীয় মনোভাবের ফলেই ইংরাজের অভিলষিত দ্বিতীয় ‘হেলেনা পরিকল্পনা’ প- হয়ে গিয়েছিল…
আওরঙ্গযেবের মৃত্যুর পর পাক-ভারত উপমহাদেশে মুসলিম জাতির মাথার ওপর দুর্যোগের যে ঘনঘটা নেমে এসেছিল, লক্ষ্মৌ ফ্রন্টে হযরত মহলের অকৃতকার্যতার সঙ্গে সঙ্গেই তা ভয়ঙ্কর তুফানরুপে দেখা দিল। সেই মারাত্মক তুফানের প্রতিক্রিয়ায় মুসলিম কৌমের সব কিছুই যেন নিশ্চিহ্ন হয়ে যেতে লাগল…
বিপ্লবী নায়িকা
জগলুল হায়দর আফরিক
প্রথম প্রকাশ : ১৬ ই আষাঢ়, ১৩৭৪
(১লা জুলাই, ১৯৬৭)
প্রকাশনা : নগমা হারীম পাবলিশার্স, ৪ রজনী চৌধুরী রোড, ঢাকা
গ্রন্থকার কর্তৃক প্রকাশিত।
মূল্য : দেয়া নাই
Reviews
There are no reviews yet.