মধুসূদন ঝড়ের পাখি- অ্যালব্যাট্রস। তাঁর আবির্ভাবের সময় বাঙলার আকাশে-বাতাসে ঝড় এসেছিলো- অশান্ত আকাক্সক্ষা আর ঢানার জোর নিয়ে সে ঝড়ে উড়ে চলার আনন্দ তিনি পেতে চেয়েছিলেন। দূরে, বহুদূরে, ঊর্ধ্বে, তদূর্ধ্বে সীমাহীন নীলিমায় চললো তাঁর জীবনাভিসার- আত্মপ্রকাশের উল্লাসে, শক্তির মদমত্ততায়, অফুরন্ত স্বপ্ন-সোনায় তাঁর বুক ভরে উঠলেঅ। তবু উড়ে চলার সাধ দূরযাত্রী অ্যালব্যাট্রসের পূর্ণ হলো কই? ততদিনে ডানার পিসটনের শক্তি কমে এসেছে, কমে এসেছে সংগ্রামের এষণা। অবশেষেঝড়ের পাখি নেমে এলো মাটিতে, তার মনে হলোÑ এর চেয়ে বড়ো সত্য আর নেই, নেই মাটির চেয়ে শক্ত অবলম্বন। কিন্তু নতুন জীবায়নের সময় তখন চলে গেছে; ক্লান্ত বিক্ষত ঝড়ের পাখি- মধুসূদন-শেষ ক্রন্দনে চতুর্দিক মুখর করে একদিন নির্বাক নিথর হয়ে গেলেন।
মধুসূদনের কাব্যবৃত্ত
ডক্টর জীবেন্দ্র সিংহ রায়
প্রকাশক : বি. সরকার
১৫ কলেজ স্কোয়ার
কলিকাতা-১২
প্রকাশকাল : ১৯৫৮
দাম : ৩.৫০ টাকা
Reviews
There are no reviews yet.