ভূমিকা
মানুষের জাতি সংক্রান্ত সমস্যাবলী নৃতত্ত্বের অন্যতম মৌলিক আলোচ্য বিষয় এবং বয়স, লিঙ্গ, ভৌগোলিক ও অন্যান্য কারণসঞ্জাত পরিবর্তনসহ মানুষের সমগ্র জীবতাত্ত্বিক ইতিহাসই এ বিদ্যার অন্তর্গত। বস্তুত, মানুষের জাতিসমূহ একক মানবর,প-উদ্ভূত, ঐতিহাসিক শর্তাধীন ভৌগোলিক (বা আঞ্চলিক) প্রকার বিশেষ।
আদিম মানবের জীবনের স্বাভাবিক-ভৌগোলিক শর্তাবলী ও জাতিসমূহ উদ্ভবের যোগস,ত্র, আধুনিক কালের মানুষের অতীত পূর্বপুরুষ, ইতিহাসের বিকাশে জাতিবৈষম্যের ক্রমাবলপ্তি, জাতি-বৈষম্যবাদের ভ্রান্ত অবৈজ্ঞানিক মর্মের চূড়ান্ত অসিদ্ধতা, বিভিন্ন জাতির বৈসাদৃশ্য সম্পর্কে” বহ, মন্তব্য মার্কসবাদ-লেনিনবাদ প্রতিষ্ঠাতাদের রচনায় উল্লিখিত হয়েছে।
ঔপনিবেশিক ব্যবস্থার পতন, পরনির্ভর ও পরাধীন মানুষের তুলনাবিহীন এ মুক্তি সংগ্রামের কালে মানুষের জাতিসত্তা সম্পর্কিত সঠিক প্রত্যয়ের রাজনৈতিক ও বৈজ্ঞানিক তাৎপর্য সমধিক। শ্রেণীগত, জাতিগত ও ঔপনিবেশিক উৎপীড়ন অব্যাহত রাখার ভিত্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যেই সাম্রাজ্যবাদের প্রবক্তাগণ জাতিসমূহের দৈহিক ও মানসিক অসাম্য, ‘প্রাগ্রসর’ ও ‘আদিম’ জাতির অস্তিত্ব, স্বাধীন সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিকাশের উপযুক্ত ও অপযক্ত জাতি ইত্যাকার ভ্রান্ত ‘তত্ত্ব’ উপস্থাপিত করেছেন।
প্রতিক্রিয়াশীল জাতীয়তাবাদ 3 উগ্রজাতিবাদ বা শভিনিজমের সঙ্গে জাতিবৈষম্যবাদ ঘনিষ্টভাবে সম্পর্কিত। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির দ্বাবিংশতিতম কংগ্রেসে গৃহীত কর্মসূচীতে জাতিগত কুসংস্কার ও পুরানো জাতি- বিরোধ সৃষ্ট পরিমণ্ডলের উপর বিশেষ গুরুত্ব আরোপিত হয়েছে, কারণ এর ফলে সামাজিক প্রগতির ক্ষেত্রে দীর্ঘতম, ভীষণতম, কঠিনতম ও সর্বাধিক অনমনীয় প্রতিবন্ধ সৃষ্টি হতে পারে।
মানব সমাজ প্রজাতি, জাতি, প্রগতি
অধ্যাপক মিখাইল নেস্তূর্থ
ডি. এস-সি. (জীববিদ্যা)
প্রগতি প্রকাশন
মস্কো
প্রকাশকাল : ১৯৭৬
অনুবাদ : দ্বিজেন শর্মা
M. ¢. Hecrypx ЧЕЛОВЕЧЕСКИЕ РАСЫ
На языке бенгали
© বাংলা অনুবাদ
প্রগতি প্রকাশন
সোভিয়েত ইউনিয়নে মুদ্রিত
চিত্র নং ২-৯, ১৩ ও ১ নং রঙীন প্লেট অধ্যাপক ভ. ভ. ব,নাকের (ডি.এস- সি, জীববিদ্যা) রচনাবলী থেকে গৃহীত। অন্যান্য চিত্রগুলি ম ভ লমনোসভ নামাঙ্কিত লেনিন অর্ডারপ্রাপ্ত মস্কো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের নৃতাত্ত্বিক ইনস্টিটিউট ও যাদুঘরের মহাফেজখানা থেকে গৃহীত।
21010-618
H 014(01)-76
-654-76
Reviews
There are no reviews yet.