প্রথম ইউক্রেনীয় ফ্রণ্পের সেনাবাহিনী ১৯৪৫ সালের ১২ই জানুয়ারি ভিস্তুলা-ওডার স্ট্র্যাটেজিক আক্রমণ পরিচালনা করে। ঐ ফ্রণ্ট পরিচালনার সম্মানজনক কাজটি ছিল আমার।
ঐ গুরুত্বপূর্ণ অভিযানে আমরা মার্শাল ঝুকভের নেতৃত্বাধীন প্রথম বিয়েলোরুশীয় ফ্রণ্পের পাশাপাশি লড়েছি। যাহোক, আমার সে সময়কার স্মৃতিচারণে আমি শুধুমাত্র আমার ফ্রণ্ট, অর্থাৎ প্রথম ইউক্রেনীয় ফ্রণ্টের অভিযানগুলোই তুলে ধরবো।
১২ই জানুয়ারি অভিযান শুরু হয়েছিরেঅ তা আমি আগেই বলেছি। কিন্তু অভিযানের সূচনাটা যদি বর্ণনা করি তাহলে আমাকে অবশ্যই আরো দেড় মাস পেছনে, ১৯৪৪ সালের নভেম্বরে ফিরে যেতে হবে।
ঐ সময়ে আমাকে মস্কোতে ডাকা হয়। ফ্রণ্টের কমা- অভিযানের যে পরিকল্পনা ইতিমধ্যেই তৈরী করেছিল সেটাও আমাকে সঙ্গে নিয়ে যেতে বলা হয়। জেনারেল হেড-কোয়ার্টারে আমি রাষ্ট্রীয় প্রতিরক্ষা কমিটির সদস্যদের উপস্থিতিতে স্তালিনের কাছে ঐ পরিকল্পনা পেশ করি।
আমার মনে আছে, কেমন সূক্ষাতিসূক্ষ্মভাবে স্তালিন পরিকল্পনাটি দেখেছিলেন। মনে আছে, কেমন গভীরভাবে তিনি মানচিত্র সাইলেসীয় শিল্প এলাকাটি পরীক্ষা করে দেখেন। শ্পি-কলকারখানা, খনি, অফিস-বাড়ি ইত্যারি এক বিশাল সমাহার এই অঞ্চলটায়। সবকিছু মিলিয়ে, আক্রমণাত্মক অভিযানের সামনে ছিল এক মারাত্রক প্রতিবন্ধকতা।
যুদ্ধজয়ের দিনগুলো
দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত বিজয়ের কাহিনী
মার্শাল আই. কোনেড
কাজী আকরাম হোসেন অনূদিত
প্রকাশক : মফিদুল হক, জাতীয় সাহিত্য প্রকাশনী, ১০ পুরানো পল্টন, ঢাকা-২।
প্রকাশকাল : শ্রাবণ ১৩৯২, আগস্ট ১৯৮৫
মূল্য : পঞ্চাশ টাকা
Reviews
There are no reviews yet.