আমার এক অনতিতরুণ বয়ঃকনিষ্ঠ বন্ধু আধুনিককালের বাংলা কবিতার নানা বিধিনিষেধে সীমাবদ্ধ একটি সংকলনের আলোচনা প্রসঙ্গে বেজার হয়ে বলে ওঠেন যে, আধুনিকতার ব্যাপারটা তাঁদের কাব্যময় প্রথম যৌবনেই চুকে গেছে, কাজেই সে বিষয়ে আমার মতো অক্ষম তো নয়ই, সক্ষম ব্যক্তিরও আলোচনা করবার আর কিছু নেই। তাঁর মতো আমিও এবং বিধ আলোচনার দাবিদাওয়ার মাসিক-ত্রৈমাসিক-বার্ষিক ভিড়ে, যাকে বলে, ভূরিভোজক্লান্ত, এবং একজন ভুক্তভোগীও বটে। কিন্তু বন্ধ টির সঙ্গে তত্ত্বগ্নতভাবে বোধহয় গোটা পথের সহযাত্রী আমি নই। এবং প্রবীণতর ও ভিন্ন সাহিত্যধর্মী হলেও আরেক সাহিত্যিক বন্ধ যখন সম্পাদকীয় দায়িত্ব পালন করতে গিয়ে বলেন যে, তাঁর ধুলিধূসর কাব্যবিতানে আধুনিক আসলে চিরকালের চিরপ্রাচীন ব্যাপার, অর্থাৎ আধুনিক ও উপাদেয় কাব্য মাত্রেই চিরকাল সমপদবাচ্য, তখন তাঁর কথা মনে হয় একদেশ- দর্শিতা। এবং দুই সাহিত্যধর্মী অর্ধ সত্যই বোধহয় সাহিত্যের পক্ষে পূর্ণভ্রান্তির মতোই বিপজ্জনক।
কারণ ইতিহাসে দেখা যায় যে, সব যুগে মানুষের জীবনে ও মননবিশ্বে সংকটবোধ সমানভাবে তীব্র হয়নি, এবং বোধহয় হবার প্রত্যাশাটাও ইচ্ছামূলক চিন্তার খেলামাত্র। আবার এও দেখা যায় যে কোনো কোনো যুগের মননলোকে সংকটসমস্যা ও সমাধানের প্রয়াস বিশেষ বিশেষ কর্মক্ষেত্রে, যথা বিজ্ঞানে অথবা বিশেষ কোনো শিল্পকর্মের মধ্যে দেখা গেলেও হয়তো আরেক শিল্পকর্মে বা সাহিত্যে দেখা গেল না। ইতিহাসের বিশেষ বিশেষ…
রবীন্দ্রনাথ ও শিল্পসাহিত্যে আধুনিকতার সমস্যা
বিষ্ণু দে
জাতীয় সাহিত্য প্রকাশনী, ঢাকা
প্রচ্ছদ : কাইয়ুম চৌধুরী
প্রথম প্রকাশ : মাঘ, ১৩৭২
কলিকাতা প্রথম বাংলাদেশীয় সংস্করণ : ডিসেম্বর, ১৯৭৫
মূল্য : সাত টাকা
প্রকাশক : মফিদুল হক
জাতীয় সাহিত্য প্রকাশনী
১০, পুরানা পল্টন, ঢাকা-২
মুদ্রক : এ্যাবকো প্রেস
৬-৭, আওলাদ হোসেন লেন, ঢাকা-১
Reviews
There are no reviews yet.