১৯৪০ সাল থেকে শুরু করে পরবর্ত্তী তিরিশ বছরে বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক ক্রমবিকাশের একটা চিত্র এই পুস্তকে তুলে ধরবার প্রয়াস করেছি। অবশ্য বাহ্যত ‘রূপালী বাতাস/সোনালী আকাশ’ পুস্তকে আমার কৈশোর ও যৌবনের স্মৃতি মন্থন করেছি বৈকী !
আজ থেকে বছর ছয়েক আগে এই পুস্তকের রচনাকাল। প্রথম খণ্ড ১৯৭২ সালে কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল। কিন্তু ভয় খণ্ড একত্রিত অবস্থায় বাংলাদেশে সমাদৃত হবে বলেই আশা রাখি। তবে গত কয়েক বছরে আমার মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে আশংকায় পুস্তকটির পাণ্ডুলিপিতে কিংবা প্রুফে সাহসি হইনি।
পুস্তকটি প্রকাশের ব্যাপারে যে মহাপ্রাণ ব্যক্তি আমাকে সব সময়েই আস্তরিক ভাবে উৎসাহিত করেছেন এবং সাহস দিয়েছেন তিনি আর আমাদের মাঝে নেই। বাংলাদেশের ক্রমবর্দ্ধ মান পুস্তক প্রকাশনা শিল্পের মধ্যমণি ‘মাওলা ব্রাদার্স’ এর প্রতিষ্ঠাতা আহমেদ আতিকুল মাওলা হঠাৎ করে ১৯৭৩ সালের ২০শে অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারে চলে গেছেন। ঐ সময় এই পুস্তকটির কয়েকটা মাত্র ফর্মা ছাপা হয়ে প্রেসে পড়ে ছিল।
কিন্তু কয়েক মাস পরে মরহুম মাওলার ভ্রাতুষ্পুত্র আহমেদ মাহফুজুল হক জাহাঙ্গীর পুস্তকটি প্রকাশের ব্যাপারে আমাকে উৎসাহিত করেন। তখন পাণ্ডুলিপির শেষাংশ আবার হারিয়ে গেছে। শেষ পর্যন্ত আমার বন্ধু সাপ্তাহিক চিত্রালী সম্পাদক সৈয়দ মোহাম্মদ পারভেজের স্মরণাপন্ন হলাম। কেননা সমস্ত লেখাটাই ধারাবাহিকভাবে এক সময় চিত্রালীতে প্রকাশিত হয়েছিল। বন্ধুত্বের নিদর্শন হিসাবে পারভেজ সাহেব আমার পাণ্ডুলিপির হারিয়ে যাওয়া অংশটুকু কপি করিয়ে দিয়ে অশেষ উপকৃত
করেছেন।
– এম, আর, আখতার
রূপালী বাতাস/সোনালী আকাশ
এম, আর, আখতার
Rupali Batash/Sonali Aakash
M. R. Akhtar
প্রথম প্রকাশ : ডিসেম্বর ১৯৭৪
প্রকাশক : মাওলা ব্রাদার্স
৩৯, বাংলা বাজার, ঢাকা-এক-এর পক্ষে আহমেদ মাহফুজুল হক। মুদ্রাকর : সালেহ আহমেদ খান
কাজল প্রিন্টিং ওয়াকস
৮২, আর, এম, দাস রোড, ঢাকা-এক
প্রচ্ছদ : কাইয়ুম চৌধুরী
মূল্য : পঁচিশ টাকা মাত্র
Reviews
There are no reviews yet.