দ্বিতীয় সংস্করণের ভূমিকা
সীতারও বারো বছর আগে — ভাদ্র ১৩৬৩-তে – ‘লোকায়ত দর্শন’-এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়। বর্তমানে দ্বিতীয় সংস্করণের মাত্র প্রথম খণ্ড প্রকাশিত হল। আশা করি অদূর ভবিষ্যতে দ্বিতীয় খণ্ড প্রকাশিত হবে। দ্বিতীয় খণ্ডর বিষয়বস্তু বর্তমানে সূচিপত্রে সংক্ষেপে উল্লিখিত হয়েছে। সংস্করণের পার্থক্য প্রসঙ্গে এখানে কয়েকটি মন্তব্যর অবকাশ আছে ৷
প্রথম ও দ্বিতীয়
বাংলা প্রথম সংস্করণ প্রকাশের কয়েক বছর পরে বইটির ইংরেজী সংস্করণ প্রকাশিত হয় ! LOKAYATA : A Study in Ancient Indian Mate- rialism, New Delhi 1959। এই ইংরেজী সংস্করণের পাণ্ডুলিপি প্রস্তুতকালেই অনুভব করেছিলাম, প্রতিপাদ্য বিষয়কে প্রধানাংশে অক্ষুণ্ণ রেখেও আলোচনার পরিকল্পনায় মৌলিক পরিবর্তন প্রয়োজন। অতএব সেইভাবেই ইংরেজী পাণ্ডুলিপি প্রস্তুত করেছিলাম। ফলে ইংরেজী বইটি বাংলা সংস্করণের অনুবাদ না-হয়ে প্রায় গ্রন্থান্তরেই পরিণত হয় ।
সম্প্রতি ইংরেজী সংস্করণের প্রকাশক জানান, উক্ত সংস্করণ নিঃশেষ হলেও বইটির চাহিদা সম্পূর্ণ ফুরোয় নি। অতএব দ্বিতীয় সংস্করণের প্রস্তাব হয়। এই প্রস্তাব প্রসঙ্গে বিশেষত একটি কথা বিবেচনার প্রয়োজন ছিল। কেননা আমি ইতিমধ্যে অনুভব করেছি যে ইংরেজীতে নূতন করে লেখা সত্ত্বেও প্রাসঙ্গিক আলোচ্য-বিষয় বস্তুতপক্ষে পরিসমাপ্ত হয়নি। আরো আলোচনার প্রয়োজন আছে। অথচ সেই অতিরিক্ত আলোচনা সংযোজন করতে হলে বইটির কলেবর অসম্ভব বৃদ্ধি পাবার আশঙ্কা। তাছাড়া পরি- কল্পনাও পরিবর্তন করে আবার আগাগোড়া নূতন করে লেখার প্রয়োজন হয়। অবশ্যই গ্রন্থের সিদ্ধান্ত-অংশে মৌলিক সংশোধনের প্রয়োজন অনুভব করলে পুনর্লিখনের পরিশ্রম স্বীকার্য হতো। কিন্তু আমার বর্তমান ধারণায় এ জাতীয় পরিবর্তন নিস্প্রয়োজন। এবং যুক্তিবিন্যাস বা তথ্য-সংকলনের দিক থেকে উক্ত ইংরেজী সংস্করণটিতে নানা অপেক্ষাকৃত গৌণ সংশোধনের সুযোগ থাকলেও প্রধানাংশে আলোচনার রদবদল বরং অবাঞ্ছিতই হবে। এই পরিস্থিতিতে সিদ্ধান্ত করি, প্রস্তাবিত ইংরেজী দ্বিতীয় সংস্করণটি মূলত ইংরেজী প্রথম সংস্করণের পুনর্মুদ্রণ হওয়াই বাঞ্ছনীয় এবং আলোচ্য বিষয়ের অসমাপ্ত অংশকে একটি স্বতন্ত্র ও অনুবর্তী গ্রন্থরূপে রচনা করা যুক্তিযুক্ত।
লোকায়ত দর্শন
প্ৰথম খণ্ড
দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
নিউ এজ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
কলকাতা ৭৩
প্রকাশক : জে, এন, সিংহ রায়
নিউ এজ পাবলিশার্স প্রাঃ লিঃ
১২, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রীট, কলিকাতা-৭৩
প্রচ্ছদ পট : অজিত গুপ্ত
মুদ্রক : সুধাংশু মোহন রায়
নিউ শক্তি প্রেস
১০ রাজেন্দ্রনাথ সেন লেন, কলিকাতা-৬
কপিরাইট : লেখক
দাম : পঁচিশ টাকা
প্রথম প্রকাশ : ভাদ্র ১৩৬৩
দ্বিতীয় সংস্করণ পৌষ ১৩৭৫ ( জানুয়ারী ১৯৬৯ )
তৃতীয় সংস্করণ ভাদ্র ১৩৯৪ ( আগস্ট ১৯৮৭ )
Reviews
There are no reviews yet.