ফেদেরিকো গারথিয়া লোরকা স্পেনের গ্রানাদায়, এক উর্বর উপত্যকায় ১৮৯৮-এ জন্মেছিলেন ফেদেরিকো গারথিয়া লোরকা। ফ্যাসিস্ত ফ্র্যাংকো-র ভাড়াটে গুণ্ডারা স্পেনের এই সেরা কবি ও নাট্যকারকে ১৯৩৬-এর জুলাই-এ ঠাণ্ডা মাথায় খুন ক’রে তাঁর লাশ গায়েব ক’রে ফেলে। দুনিয়া থেকে এভাবে লোপাট হয়ে যাওয়ার কথা অসম্ভব রূপবান, তরুণ লোরকা কি আগেই জানতে পেরেছিলেন ? এহেন ঘটনার সঙ্গে অক্ষরে অক্ষরে মিলে যায় মৃত্যুর কয়েক বছর আগে লেখা তাঁর একটি কবিতার : কয়েকটি পংক্তি— আমি বুঝতে পারছি, খুন করা হয়েছে আমাকে।
তারা কাফে, কবরখানা আর গীর্জাগুলো তন্ন তন্ন করে খুঁজছে।
তারা সমস্ত পিপে আর কাবার্ডগুলো তছনছ করেছে।
তিনটে কংকালকে লুট করে খুলে নিয়ে গেছে সোনার দাঁত ৷
আমাকে তারা খুঁজে পায় নি৷
কখনো-ই কি পায় নি তারা ?
না, কখনোই নয়।
সেরা কবি, কী পরম লোভনীয় পরিবেশে শিল্পী-জীবন শুরু করেছিলেন লোরকা। ১৯১৯-এ তিনি মাদ্রিদের রেসিদেন্সিয়া দ্য এস্তুদিয়ান্তেস-এ পড়তে এলেন। এখানেই লালিত হয়েছেন স্পেনের অনেক যেমন—আন্তোনিও মাচাদো, হুয়ান র্যামন হিমানেৎ, পেদ্রো ম্যালিনাস, রাফায়েল অলবেয়তি, জর্জ- গিলেন। এই অনুকূল পরিস্থিতিতে তিনি লিখতে লাগলেন নাটক, পিয়ানোয় বইয়ে দিলেন সুরের বন্যা, ক্রেয়নে বা নানা রঙে অসংখ্য ছবি আঁকলেন, লোক- গাথাগুলিতে নতুন রূপ দিতে লাগলেন আর অবসর সময়ে মহল্লায় মহল্লায়, যা তাঁর ছিল একান্ত প্রিয়, কবিতা পাঠে ডুবে গেলেন। তাঁর আগের প্রজন্মের সেরা কবি উনামুনো-র সঙ্গে এখানেই তাঁর ঘনিষ্ঠতা গড়ে ওঠে। তাছাড়া রেসিদেম্পিয়া-র কল্যাণে বিদেশি জাঁদরেল শিল্পী, কবি-লেখক-বুদ্ধিজীবীদের একেবারে আওতার মধ্যে পেয়ে যান লোরকা । এঁদের মধ্যে ছিলেন বেগস, ভালেরি, ক্লদেল, আরাগঁ, চেস্টারটন, কীস্, ওয়েলস্ প্রমুখ ।
লোরকা তাঁর সহ-কবিদের মতো এখান থেকেই অনায়াসে ভেসে যেতে পারতেন ফরাসী ভবিষ্যবাদ বা দাদাবাদের স্রোতে। বিভিন্ন বিদেশি কাব্যধারার সফল ও চতুর অনুসারী হতে পারতেন। সে-সবের ধার দিয়েও গেলেন না তিনি। সুররিয়েলিস্ত সালভাদোর দালি-ই শুধু একবার লোরকার শিকড় ধরে টান দিয়েছিলেন, আর কেউ নয়।
লোরকার শ্রেষ্ঠ কবিতা
অ নু বা দ : অমিতাভ দাশগুপ্ত, কবিতা সিংহ
দে’ জ পা ব লি শিং
কলিকাতা
Best Poems of Lorca Rs. 30.00
Translated in Bengali by
Amitava Dasgupta & Kavita Singha
প্ৰথম প্ৰকাশ : ভাদ্র ১৩৯৬, সেপ্টেম্বর ১৯৮৯
প্রচ্ছদ শিল্পী : পূর্ণেন্দু পত্রী
দাম : তিরিশ টাকা Rupees Thirty Only.
প্রকাশক : শ্ৰীসুধাংশুশেখর দে, দে’জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রীট, কলিকাতা ৭০০০৭৩, মুদ্রাকর : বি. এন. শীল, ইম্প্রেসন-কনসালট্যান্ট, কলিকাতা ৭০০০০৫
৩২/ই জয় মিত্র স্ট্রীট
Reviews
There are no reviews yet.