লেখক
“ অনর্গল রচনা আমরা চাই, কিন্তু সেই সঙ্গে আমাদের আকাঙ্ক্ষা, সাহিত্যের পাকা ফসল ; যে তাজা রক্তধারা রাজপথে, শহরে, বন্দরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, ঝক ঝক ঝাপটা মেরেছে আমাদের বুকে ও মুখে, তা আমাদের ধমনীতে ধমনীতে, শিরায় শিরায় গ্রহণ করে বর্ষার নদীর মতো উজ্জীবিত হওয়া প্রয়োজন। পৌরাণিক বাক্-রীতিতে বলতে গেলে, এখন লেখক শিল্পীর যুগপৎ উর্বরতা ও সৃষ্টিশীলতার পালা। জনচৈতন্তের উত্তুঙ্গ * জোয়ারই তার জম্মদাতা।
বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে দেখা যাবে, আজকে জাতির সর্বস্তরে সর্বশ্রেণীর লোকের মধ্যে ঐক্যবদ্ধ জাগরণ, তাতে উদ্দামতা যথেষ্টই আছে, কিন্তু তবু তা মোটেই ভাবাবেগপ্রবণ নয়, বরং তা একটা সজাগ আত্মদর্শনের পল্লবে পল্লবে সুনির্দিষ্ট, সীমায়িত এবং স্পষ্ট আকৃতিসম্পন্ন। সেজন্য এই জাগরণ শুধু ঘোষণা নয়, বিদ্রোহ নয়, বিপ্লবের চরিত্রে স্পন্দমান। একদিক থেকে, পৃথিবীর ইতিহাসে তা কিঞ্চিৎ অভূতপূর্ব বটে ; কারণ ফরাসী বিপ্লব, আমেরিকার স্বাধীনতা আন্দোলন, আইরিশ স্বাধিকার প্রয়াস, এমন কি ইংরেজ সাম্রাজ্যশক্তির বিরুদ্ধে ভারতের যে সৰ্বাত্মক অসহযোগ আন্দোলন, এর কোনো একটার মধ্যেই এমন সংহত ঐকা অনুপস্থিত। সাড়ে সাত কোটি বাঙালী আজ একটি মহাবৃক্ষ ৷ এক প্রাণ, এক শরীর। স্থান ও সময়ের এক অতি তির্যক, শুভ মুহূর্তেই এর জন্ম সম্ভব হয়েছে—যার সঙ্গে পৃথিবীর এমনি অন্য সংগ্রামের নানা রকম সাদৃশ্য অবশ্যই রয়েছে, কিন্তু তবু যা অতুলনীয়।
সাহিত্যের আগন্তুক ঋতু
আলাউদ্দিন আল আজাদ
প্রথম প্রকাশ : জুন, ১৯৭৪
প্রকাশ করেছেন : চিত্তরঞ্জন সাহা
মুক্তধারা
[স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ]
৭৪ ফরাশগঞ্জ, ঢাকা-১
বাংলাদেশ
প্রচ্ছদ এঁকেছেন : প্রাণেশ মণ্ডল
ছেপেছেন: প্রভাংশুরঞ্জন সাহা
ঢাকা প্রেস
৭৪ ফরাশগঞ্জ, ঢাকা-১
মূল্য : ছয় টাকা
Reviews
There are no reviews yet.