সোমেন চন্দ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাপ্তাহিক মুখপত্র “একতা” পত্রিকায় (১০ই মার্চ, ১৯৭৩ ) “শ্রীজ্ঞান চক্রবর্তী” মহাশয়ের সোমেন চন্দ” নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয়। “একতা” সম্পাদক এই প্রসঙ্গে লিখেছেন“…সোমেন চন্দ সম্পর্কে স্মৃতিকথামূলক এই নিবন্ধটির রচয়িতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঢাকা জেলা কমিটির সম্পাদক কমরেড জ্ঞান চক্রবর্তী। ১৯৬৮ সালে “সৃজনী” প্রকাশিত একটি সংকলনে লেখাটি প্রথম প্রকাশিত হয় । তখন পার্টি নিষিদ্ধ থাকায় কমরেড জ্ঞান চক্রবর্তী আত্মগোপন অবস্থায় ছিলেন বলে লেখাটি ভিন্ন নামে ছাপা হয়েছিল। রচনাটি কিছুটা সংক্ষিপ্ত করে আমরা ছাপালাম।” প্রবন্ধটি আমরা উদ্ধৃত করছি :
“যে মহান অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে রাল্ফ, ফক্স এবং কডঅয়েলের মত বিশ্ববরেণ্য সাহিত্যিক আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিয়ে স্পেনের ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে আত্মাহুতি দিয়েছিলেন, ঠিক সেই একই প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ঢাকার সাহিত্যিক সোমেন চন্দ মাত্র ২১ বছর বয়সে নিজের জীবন দিয়ে সারা ভারত এবং বিশ্বেরও অনেক দেশে ঢাকার প্রগতি সাহিত্য আন্দোলনকে এক গৌরবের আসনে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন। ঢাকা শহরেরই বুকে এত বড় একটা ঘটনা বিস্মৃতির অন্ধকারে তলিয়ে গিয়েছে। যতখানি সম্ভব এই মহান সাহিত্যিকের জীবন আলেখ্য উদ্ধার করাই এই লেখার উদ্দেশ্য।
..“ঢাকা জেলারই এক মধ্যবিত্তের ঘরে সোমেন চন্দর জন্ম । দারিদ্রের তাড়নায় ম্যাট্রিক পাশ করার পর কলেজে পড়া আর তাঁর পক্ষে সম্ভব হয়নি। স্কুল জীবন থেকেই গল্প লেখার অভ্যাস তাঁর ছিল…
সোমেন চন্দ স্মরণিকা
যাদবপুর বিশ্ববিদ্যালয়
কলাবিভাগ ছাত্রসংসদ
কোলকাতা – ৭০০০৩২
Reviews
There are no reviews yet.