যেকোন জাতিকেই তার স্বাধীনতার জন্য সর্বাত্মক ত্যাগ স্বীকার করতে হয়। বাংলাদেশের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। ৩০ লক্ষ নাগরিকের আত্মাহুতি, এক কোটি মানুষের স্বদেশত্যাগ, নয় শত ত্রিশ কোটি টাকার সম্পদ ধ্বংস ও অগণিত মুক্তিযোদ্ধার বীরত্ব- পূর্ণ লড়াইয়ের মাধ্যমেই আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। একথা কমবেশি সকলেরই জানা। আমাদের বীরত্বপূর্ণ মুক্তিযুদ্ধ ভারতসহ অন্যান্য দেশের অবদানের কথাও কারো অবিদিত নয় । কিন্তু এক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতা, তার গুরুত্ব ও তাৎপর্য যথোচিতভাবে আলোচিত হয় না ৷ অন্য সকল পক্ষের ভূমিকাকে খাটো না করেও এক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা, তার গুরুত্ব ও তাৎপর্য পৃথকভাবে আলোচনার দাবি রাখে। কারণ আমাদের স্বাধীনতা সংগ্রামকে তার বাঞ্ছিত পরিণতির দিকে অগ্রসর করতে সোভিয়েত ইউনিয়নের অবদান ছিলো আবশ্যিক এবং অপরিহার্য । এক কথায় বলতে গেলে, সোভিয়েত ইউনিয়নের সক্রিয় সাহায্য ও সহযোগিতা ছাড়া এতো স্বল্প সময়ের মধ্যে আমাদের মুক্তি সংগ্রাম তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারতো না। মুক্তিযুদ্ধের নয় মাসের মোড় পরিবর্তনকারী ঘটনাবলীর নিরপেক্ষ পর্যালোচনার মাধ্যমেই এ সত্যতার প্রমাণ পাওয়া যায় ৷
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা
বাংলাদেশ-সোভিয়েত কূটনৈতিক সম্পর্কের পঞ্চদশ বার্ষিকী উপলক্ষে প্রকাশিত
বাংলাদেশ-সোভিয়েত মৈত্রী সমিতি
The Role of the USSR
in the War of Independence of Bangladesh.
Published by Bangladesh-Soviet Friendship Society on the occasion of the 15th Anniversary of the establishment of diplomatic relation between Bangladesh and the USSR.
প্রকাশকাল : জানুয়ারি ১৯৮৭
প্রচ্ছদ : অশোক কর্মকার
দাম : ছয় টাকা
বাংলাদেশ-সোভিয়েত মৈত্রী সমিতির সম্পাদক আব্দুল মান্নান খান কর্তৃক ২৭২ এলিফ্যান্ট রোড থেকে প্রকাশিত এবং দিগন্ত প্রেস, ২৪০ বংশাল রোড, ঢাকা থেকে মুদ্রিত।
Reviews
There are no reviews yet.